দেশে দেশে পবিত্র রমজান পালন

বছর ঘুরে আবার এসেছে পবিত্র রমজান মাস। মুসলিম বিশ্বের জন্য এক মহিমান্বিত মাস রমজান। এই মাসকে ঘিরে ইবাদত করেন ধর্মপ্রাণ মুসলমানেরা। রোজা রাখা, ইফতারের পর তারাবিহর নামাজ পড়ার বাইরেও সবার মধ্যে ছড়িয়ে পড়ে খুশির আমেজ।

১ / ১০
পবিত্র রমজানের প্রথম দিন। সারা দিন রোজা রেখেছেন পরিবারের সদস্যরা। ইসরায়েলের বাহিনীর হামলায় ঘর বলতে কিছুই অবশিষ্ট নেই। ধংসস্তুপের মাঝে বসেই রোজার প্রথম ইফতার করছে ফিলিস্তিনের গাজা উপত্যকার এই পরিবারটি
ছবি: এএফপি
২ / ১০
রামাল্লার একটি দোকানে বাহারি রঙের ফলের পসরা সাজিয়ে রাখা হয়েছে। ইফতারের সময় ক্রেতারা ছুটে আসছেন ফল কিনতে
ছবি: এএফপি
৩ / ১০
জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। দেশটির মুসলমানেরা পবিত্র রমজান মাসে ইবাদত–বন্দেগীতে মশগুল থাকেন। পশ্চিম জাভা প্রদেশের গ্রান্ড মসজিদে তারাবিহর নামাজ আদায় করছেন মুসল্লিরা
ছবি: রয়টার্স
৪ / ১০
তারাবিহ নামাজ শেষে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি মসজিদে পবিত্র কুরআন তিলাওয়াত করছেন নারীরা
ছবি: রয়টার্স
৫ / ১০
পবিত্র রমজানের প্রথম দিন। সারা দিন সংযম পালন করে রোজা রেখেছেন মুসলমানেরা। রীতি অনুযায়ী ইফতারের সময় কামানের গোলা ছুড়ছেন সৈন্যরা। ছবিটি ইস্তাম্বুলের ব্লু মসজিদ স্কয়ার থেকে তোলা
ছবি: এএফপি
৬ / ১০
মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে ইফতার করতে বসে গেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তুরস্কের ইস্তাম্বুলের সুলতান আহমেত স্কয়ার
ছবি: এএফপি
৭ / ১০
অন্যান্য দেশের মতো ইউরোপের কসোভেতেও প্রথম রোজা পালন করা হয়েছে। রমজান উপলক্ষে মসজিদে করা হয়েছে আলোকসজ্জা। ধর্মপ্রাণ মুসলমানেরা এই মসজিদে তারাবিহর নামাজ আদায় করেন
ছবি: এএফপি
৮ / ১০
পবিত্র রমজানের প্রথম দিনে সিরিয়ার আলেপ্পো শহরের রাস্তায় ইফতার বিক্রি হচ্ছে। দোকান থেকে মিষ্টি কিনতে ভিড় করেছেন রোজাদারেরা
ছবি: এএফপি
৯ / ১০
তারাবিহ নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে আসছেন মুসল্লিরা। সেরেমবান, মালয়েশিয়া
ছবি: রয়টার্স
১০ / ১০
কাশ্মীরের একটি সড়কে ইফতারের জন্য ফল সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। ক্রেতারা দরদাম করে বাহারি ফল কিনছেন
ছবি: রয়টার্স