স্পেনে ‘টমেটো ছোড়ার’ উৎসব
‘লা টমাটিনা’ ইউরোপের দেশ স্পেনের একটি জনপ্রিয় উৎসব। এ আয়োজনে অংশগ্রহণকারী ব্যক্তিরা একে অপরের দিকে টমেটো ছুড়ে মারেন। প্রতিবছর আগস্টের শেষ সপ্তাহে এ উৎসবে অংশ নিতে হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক স্পেনের ভ্যালেন্সিয়ার পশ্চিমাঞ্চলের বুনোল শহরে জড়ো হন। মেতে ওঠেন টমেটো ছোড়ার উৎসবে। এখন এই উৎসবকে বিশ্বের সবচেয়ে বড় ‘খাবারের লড়াই’ বলা হয়ে থাকে। এবারের আয়োজনে অংশ নিয়েছেন প্রায় ২২ হাজার মানুষ।