ধু ধু মরুভূমিতে রহস্যময় ঘাঁটি

নাইজারের রাজধানী নিয়ামে থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার দূরে কাওয়ারের জাদু এলাকায় জনশূন্য ধু ধু মরুভূমি। কোনো এক সময় সাহারা মরুভূমির এই এলাকা কাদামাটির গ্রাম ছিল। দক্ষ হাতে এখানে অসংখ্য ছিদ্রবিশিষ্ট দেয়াল, পর্যবেক্ষণ টাওয়ার, গোপন পথ, কূপ বানানো হয়েছিল। কিন্তু কে, কেন এই ঘাঁটি বানিয়েছিলেন, সেই প্রশ্নের উত্তর আজও অজানা। কেন এখন এটি পরিত্যক্ত, তারও কোনো সঠিক উত্তর নেই। একসময় সাহারা মরুভূমির এই পথ দিয়ে ব্যবসা–বাণিজ্য হতো। সম্প্রতি এএফপির ক্যামেরায় ধরা পড়েছে জাদু এলাকা ও আশপাশের শহরের বর্তমান অবস্থা—

১ / ১২
সাহারা মরুভূমির এই বালিয়াড়ি নাইজারের ফাচি শহরকে ঘিরে রেখেছে
ছবি: এএফপি
২ / ১২
দুর্গ ও প্রায় অক্ষত দেয়ালসহ পুরোনো শহরের জন্য ফাচি শহর বিখ্যাত। প্রাচীন এই শহরের কিছু প্রতীকী স্থান এখনো ঐতিহ্যবাহী নানা অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়
ছবি: এএফপি
৩ / ১২
আকাশ থেকে তোলা ছবিতে ফাচি শহর
ছবি: এএফপি
৪ / ১২
ফাচি রাজ্যের প্রধান ও তাঁর সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত নেওয়ার জায়গা ওপর থেকে দেখতে এ রকম
ছবি: এএফপি
৫ / ১২
শত্রুপক্ষের আক্রমণের সময় ফাচির পুরোনো দুর্গকে স্থানীয় জনগণ তাদের খাদ্য সঞ্চয় করে রাখতে ভান্ডার হিসেবে ব্যবহার করত
ছবি: এএফপি
৬ / ১২
পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া ফাচির এই একটি বাড়িতে বসে আছেন এক ব্যক্তি
ছবি: এএফপি
৭ / ১২
ডিরকো শহরে একটি পুরোনো মসজিদ
ছবি: এএফপি
৮ / ১২
এমন অসংখ্য টিলা ঘিরে রেখেছে ফাচি শহরকে। আকাশ থেকে তোলা
ছবি: এএফপি
৯ / ১২
দুর্গের কাছাকাছি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন ফাচির পুরোনো মসজিদের ইমাম
ছবি: এএফপি
১০ / ১২
ফাচির পুরোনো শহরে শিশুরা পরিবহনের জন্য গাধা ব্যবহার করছে
ছবি: এএফপি
১১ / ১২
ডিরকো শহরে পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া বাড়িতে ক্যামেরার সামনে এভাবে দাঁড়ান একটি পরিবারের সদস্যরা
ছবি: এএফপি
১২ / ১২
আকাশ থেকে তোলা ছবিতে ফাচির পুরোনো শহরের দৃশ্য
ছবি: এএফপি