চোখের জলে রাইসিকে বিদায়

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ শীর্ষস্থানীয় আরও কয়েক কর্মকর্তা। গত রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার তাঁদের মরদেহ দেখতে ভিড় করেন হাজারো মানুষ। এ সময় প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ছবি ও ফুল হাতে নিয়ে কাঁদতে দেখা যায় অনেককে।

১ / ৭
প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কফিনবন্দী মরদেহ নিয়ে যাচ্ছেন একদল সেনা। মেহরাবাদ বিমানবন্দর, তেহরান, ইরান
ছবি: রয়টার্স
২ / ৭
প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কফিন ছুঁতে ভিড়। তাবরিজ, পূর্ব আজারবাইজান, ইরান
ছবি: রয়টার্স
৩ / ৭
ইব্রাহিম রাইসির কফিনে চুমু দিচ্ছেন একজন
ছবি: রয়টার্স
৪ / ৭
ইব্রাহিম রাইসির কফিন বহনকারী গাড়ি ঘিরে সমবেত হয়েছেন হাজারো মানুষ। তাবরিজ, পূর্ব আজারবাইজান, ইরান
ছবি: রয়টার্স
৫ / ৭
ইব্রাহিম রাইসিকে শেষ বিদায় জানাচ্ছেন ইরানিরা। তাবরিজ, পূর্ব আজারবাইজান, ইরান
ছবি: এএফপি
৬ / ৭
ইব্রাহিম রাইসির ছবি হাতে নিয়ে হাজির হয়েছিলেন অনেকে। ভালিয়াসর স্কয়ার, তেহরান, ইরান
ছবি: এএফপি
৭ / ৭
প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ছবি হাতে কাঁদছেন এক নারী। তাবরিজ, পূর্ব আজারবাইজান, ইরান
ছবি: এএফপি