রানি দ্বিতীয় এলিজাবেথ: বর্ণাঢ্য এক জীবনের আখ্যান

ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসন অলংকৃত করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে ৯৬ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর ছিল বর্ণাঢ্য এক জীবন। তাঁর জীবনের কিছু অংশ দেখে নেওয়া যাক ছবির গল্পে।

১ / ১২
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে গত মঙ্গলবার বালমোরাল প্যালেসে রানির সঙ্গে দেখা করেন লিজ ট্রাস। রানির অনুমতি নিয়েই সরকার গঠন করেন তিনি
ছবি: রয়টার্স
২ / ১২
রানির সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তি (প্লাটিনাম জুবিলি) উদ্‌যাপনের সময় লন্ডনের বাকিংহাম প্যালেসের বারান্দায় দাঁড়ান প্রিন্স চার্লস, রানি দ্বিতীয় এলিজাবেথ, ডাচেস অব কেমব্রিজ ক্যাথরিন মিডলটন, প্রিন্সেস শার্লট ও প্রিন্স লুইস
ছবি: রয়টার্স
৩ / ১২
গত বছর লন্ডনের উইন্ডসর ক্যাসলে জন্মদিনের অনুষ্ঠানে রানি দ্বিতীয় এলিজাবেথ। ১৯২৬ সালের ২১ এপ্রিল জন্মগ্রহণ করেন তিনি
ছবি: রয়টার্স
৪ / ১২
গত জুনে রানির সিংহাসনে আরোহণের প্লাটিনাম জুবিলি উদ্‌যাপনের সময় বারান্দায় এসে দাঁড়ান ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা, প্রিন্স চার্লস, রানি দ্বিতীয় এলিজাবেথ, প্রিন্স জর্জ, প্রিন্স উইলিয়াম, প্রিন্সেস শার্লট, প্রিন্স লুইস, ডাচেস অব কেমব্রিজ ক্যাথরিন মিডলটন
ছবি: রয়টার্স
৫ / ১২
প্লাটিনাম জুবিলি উপলক্ষে রানিকে নিয়ে তৈরি পোস্টারের সামনে এক দর্শক
ছবি: রয়টার্স
৬ / ১২
প্রিন্স ফিলিপের মৃত্যুবার্ষিকীতে প্রিন্স ডিউককে সঙ্গে নিয়ে রানি
ছবি: রয়টার্স
৭ / ১২
১৯৯৫ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ দক্ষিণ আফ্রিকা সফরে গেলে জোহানেসবার্গের লোকজন তাঁকে স্বাগত জানান
ছবি: রয়টার্স
৮ / ১২
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে রানি দ্বিতীয় এলিজাবেথ। ১৯৯৪ সালের ৪ জুন পোর্টসমাউথে
ছবি: রয়টার্স
৯ / ১২
যুক্তরাজ্যের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন যখন লন্ডনের মেয়র ছিলেন, তখন তাঁর সঙ্গে আলোচনায় রানি দ্বিতীয় এলিজাবেথ। ২০০৯ সালে লন্ডনে
ছবি: রয়টার্স
১০ / ১২
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ। ২০০৯ সালের এপ্রিলে
ছবি: রয়টার্স
১১ / ১২
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার সঙ্গে রানি দ্বিতীয় এলিজাবেথ। ২০১৯ সালে
ছবি: রয়টার্স
১২ / ১২
রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ ২০১৬ সালে উত্তর আয়ারল্যান্ড সফর করেন
ছবি: রয়টার্স