মায়ামি বন্দরে বিশ্বের বৃহত্তম প্রমোদতরি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি বন্দরে বড় বড় প্রমোদতরি নোঙর করে। সেখান থেকে ছেড়ে যায়। এর মধ্যে আছে ‘আইকন অব দ্য সিজ’। এটি বিশ্বের বৃহত্তম প্রমোদতরি। বহুতলবিশিষ্ট এ প্রমোদতরিতে আছে বিশাল ওয়াটার পার্ক, সাতটি সুইমিংপুল, নয়টি বিশেষ উষ্ণ পানির পুল, বিশাল বিশাল ওয়াটার স্লাইডার, পানির কৃত্রিম ঝরনাধারা, আন্ডারওয়াটার পার্ক। মায়ামি বন্দরের প্রমোদতরি নিয়ে এ ছবির গল্প।

১ / ৯
মায়ামি বন্দরের প্রবেশপথ।
২ / ৯
বিশ্বের বৃহত্তম প্রমোদতরি ‘আইকন অব দ্য সিজ’।
৩ / ৯
বহুতলবিশিষ্ট প্রমোদতরিটির একাংশ।
৪ / ৯
প্রমোদতরিতে আছে বিনোদনের নানা আয়োজন।
৫ / ৯
প্রমোদতরিতে রাখা হয়েছে আপৎকালীন ব্যবহারের নৌযান।
৬ / ৯
যাত্রীদের বন্দরে আনা-নেওয়ার জন্য আছে বাস।
৭ / ৯
প্রায় ছয় হাজার যাত্রী বহনে সক্ষম প্রমোদতরিটি।
৮ / ৯
মায়ামি বন্দর ছেড়ে যাচ্ছে দুটি প্রমোদতরি।
৯ / ৯
মায়ামি বন্দরে বড় বড় জাহাজের টার্মিনাল।