কাবুলে রাতের জীবন

তালেবান শাসনে থাকা আফগানিস্তান কূটনৈতিকভাবে বহির্বিশ্ব থেকে অনেকটা বিচ্ছিন্ন। ইসলামি শাসনে থাকা দেশটির জীবনযাত্রা নিয়ে রয়েছে কৌতূহল। রাজধানী কাবুলের জীবনযাত্রায় রয়েছে বৈচিত্র্য। বিপণিবিতান, রেস্তোরাঁ, স্ট্রিট ফুড, ইনডোর গেমস, বিউটি পারলার ও জেন্টস পারলার—সব মিলিয়ে সরগরম নগরজীবন। প্রথম আলোর কলকাতা সংবাদদাতা শুভজিৎ বাগচীর ক্যামেরায় ধরা পড়েছে বুধবার ৮ অক্টোবর কাবুলের রাতের চিত্র

১ / ৯
কাবুলে রাত ৯টায়ও সড়কে গাড়ির ছোটাছুটি
২ / ৯
ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত আফগান ন্যাশনাল পুলিশের কর্মকর্তা। ক্যামেরা দেখেই মুখে হাসি
৩ / ৯
রাস্তা ও ফুটপাত বেশ পরিচ্ছন্ন
৪ / ৯
বয়সে নুয়ে পড়া বৃদ্ধ বলছেন, ‘বুট পলিশ’
৫ / ৯
সড়কের পাশে পাওয়া যায় হরেক পদের ভাজাপোড়া খাবার
৬ / ৯
স্ট্রিট ফুড আর কাবাব খেতে এই এলাকায় ভিড় করেন লোকজন
৭ / ৯
নামী রেস্তোরাঁয় ঢুকছেন কয়েকজন। বাইরে গোলাপ বিক্রি করছেন এই তরুণ
৮ / ৯
স্নুকার খেলায় মেতেছেন শহরের তরুণেরা, এখানে ওয়াইফাই সংযোগও পাওয়া যায়
৯ / ৯
রাত ৮টায় সরগরম জেন্টস পারলার। তবে বিউটি পারলারে মেয়েদের ছবি তোলার সুযোগ নেই