এরদোয়ানের জয়ে উল্লাস

তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বিজয়ী হয়েছেন তিনি। জয় পাওয়ার পর এরদোয়ানের দল একে পার্টির প্রাদেশিক সদর দপ্তরের বাইরে উল্লাস করেন তাঁর সমর্থকেরা। অনেকের হাতে ছিল তুরস্কের জাতীয় পতাকা। এ সময় আতশবাজির ঝলকানিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। রাজধানী আঙ্কারাসহ তুরস্কের অন্য শহরগুলোতেও জয় উদ্‌যাপন করতে দেখা যায় এরদোয়ানের সমর্থকদের।

১ / ১১
আতশবাজি পুড়িয়ে জয়োল্লাস। অনেকেই সঙ্গে নিয়ে আসেন শিশুদের। ইস্তাম্বুল, তুরস্ক
২ / ১১
তুরস্কের জাতীয় পতাকা নিয়ে এরদোয়ানের জয় উদ্‌যাপন করেন তরুণীরা। আঙ্কারা, তুরস্ক
৩ / ১১
এরদোয়ানের বিশাল ছবি টানিয়ে সমর্থকের উল্লাস। আঙ্কারা, তুরস্ক
৪ / ১১
আতশবাজির রঙিন আলোর ছটায় ছেয়ে গেছে পুরো এলাকা। আঙ্কারা, তুরস্ক
৫ / ১১
রাষ্ট্রপতি প্রাসাদের সামনে সমর্থকদের উদ্‌যাপন। আঙ্কারা, তুরস্ক
৬ / ১১
নির্বাচনে জয়লাভের পর সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছেন এরদোয়ান। আঙ্কারা, তুরস্ক
৭ / ১১
রাষ্ট্রপতি প্রাসাদের সামনে এরদোয়ানের সমর্থকেরা। হাতে তুরস্কের পতাকা ও এরদোয়ানের ছবি। আঙ্কারা, তুরস্ক
৮ / ১১
জয়লাভের পর রাষ্ট্রপতি প্রাসাদে ভাষণ দিচ্ছেন এরদোয়ান। আঙ্কারা, তুরস্ক
৯ / ১১
বিজয়ের পর রাষ্ট্রপতি প্রাসাদে সমর্থকদের অভিবাদন জানাচ্ছেন এরদোয়ান ও তাঁর জোটসঙ্গীরা। আঙ্কারা, তুরস্ক
১০ / ১১
মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে উল্লাস প্রকাশ করেন এরদোয়ানের সমর্থকেরা। আঙ্কারা, তুরস্ক
১১ / ১১
ভাষণ দিচ্ছেন এরদোয়ান। পাশে তাঁর স্ত্রী এমিন এরদোয়ান। আঙ্কারা, তুরস্ক