ভূমিকম্পে জাপানে ব্যাপক ধ্বংসযজ্ঞ

শক্তিশালী ভূমিকম্পে জাপানের মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল সোমবার দেশটিতে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়। এরপর পরাঘাত মিলিয়ে মোট ১৫৫টি কম্পন হয়েছে দেশটিতে। এসব ভূমিকম্পে জাপানে বহু ভবন ধসে পড়েছে। ফাটল ধরেছে সড়কে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অনেকে। বিদ্যুৎহীন অনেক এলাকা।

১ / ১২
ভূমিকম্পে জাপানের ইশিকায়া অঞ্চলের ওয়াজিমা শহরে হেলে পড়েছে একটি ভবন
ছবি: রয়টার্স
২ / ১২
ইশিকায়া অঞ্চলের শিকা শহরে ধসে পড়া একটি কাঠের ভবন
ছবি: এএফপি
৩ / ১২
ভূমিকম্পে ওয়াজিমা শহরের রাস্তায় ফাটল ধরেছে। তাতে ঢুকে গেছে একটি গাড়ি
ছবি: এএফপি
৪ / ১২
ওয়াজিমা শহরে ক্ষতিগ্রস্ত এক মন্দিরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি
ছবি: রয়টার্স
৫ / ১২
ওয়াজিমা শহরে চারদিকে শুধু ধ্বংসের চিত্র
ছবি: রয়টার্স
৬ / ১২
ভূমিকম্পে ইশিকায়া অঞ্চলের আনামিজু শহরে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ওষুধের দোকান। দোকানের মালিকের অনুমতির পর সেখান থেকে বিনা মূল্যে নানা পণ্য নিচ্ছেন লোকজন
ছবি: রয়টার্স
৭ / ১২
ওয়াজিমা শহরে ধসে পড়া একটি ভবনে উদ্ধারকাজ চলছে
ছবি: রয়টার্স
৮ / ১২
ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ওয়াজিমা শহরের বাড়িটি
ছবি: এএফপি
৯ / ১২
ভূমিকম্পের পরদিনও ওয়াজিমা শহরের ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়
ছবি: এএফপি
১০ / ১২
ওয়াজিমায় ক্ষতিগ্রস্তদের আশ্রয় দেওয়া হয়েছে একটি গ্রিনহাউসে
ছবি: রয়টার্স
১১ / ১২
ইশিকায়া অঞ্চলের নানাও শহরে ধসে পড়া একটি বাড়ির নিচে চাপা পড়েছে গাড়ি
ছবি: এএফপি
১২ / ১২
ওপর থেকে ধারণ করা ছবিতে ভূমিকম্পের ভয়াহবতা
ছবি:এএফপি