কৃত্রিম দ্বীপে বর্ণিল এক্সপো

ব্যাপক আয়োজন ও অংশগ্রহণে সোমবার শেষ হলো জমজমাট বৈশ্বিক প্রদর্শনী ‘ওসাকা কানসাই এক্সপো ২০২৫’। বিশ্বজুড়ে নানা স্থানে চলমান বৈরিতা ও সংঘাতের মধ্যে ছয় মাস ধরে ভিন্ন এক জগতের দেখা মিলেছিল জাপানের কানসাই অঞ্চলের ওসাকায় নির্মিত কৃত্রিম ইউমেশিমা দ্বীপে। গত ১৩ এপ্রিল শুরু হওয়া এই এক্সপোতে ১৫৮টি দেশ ও ভূখণ্ডের প্রতিনিধিরা নিজ নিজ প্যাভিলিয়নে সেখানে অবস্থান করেছিলেন পাশাপাশি। ছিল জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংগঠনগুলোর অংশগ্রহণও। বর্ণাঢ্য ওসাকা এক্সপোর ছবি তুলেছেন মঈনুল শাওন।

১ / ১৬
ইতালি প্যাভিলিয়নের থিম ছিল ‘শিল্প জীবনকে পুনরুজ্জীবিত করে’
ছবি: প্রথম আলো
২ / ১৬
সুইজারল্যান্ড প্যাভিলিয়নে দেখা মিলেছে হালকা উপাদানের স্থাপত্যশৈলী
ছবি: প্রথম আলো
৩ / ১৬
যুক্তরাষ্ট্রের প্যাভিলিয়নের সম্মুখভাগে দর্শনার্থীদের ভিড়
ছবি: প্রথম আলো
৪ / ১৬
চীনা প্যাভিলিয়নের থিম ছিল ‘সবুজ উন্নয়নের ভবিষ্যৎ সমাজ’
ছবি: প্রথম আলো
৫ / ১৬
এক্সপোতে ছিল আন্তর্জাতিক সংস্থাগুলোর উপস্থিতি। জাতিসংঘ প্যাভিলিয়নের সম্মুখভাগ
ছবি: প্রথম আলো
৬ / ১৬
বিশালাকারের অ্যানিমেশন চরিত্র ‘গান্দাম’-এর পাদদেশে সব সময় ছিল মানুষের ভিড়
ছবি: প্রথম আলো
৭ / ১৬
এক্সপোর রাতের সৌন্দর্য দেখতে সন্ধ্যায় ‘গ্রেট রিং’-এ উঠতে উপচে পড়া ভিড়
ছবি: প্রথম আলো
৮ / ১৬
কুয়েতের প্যাভিলিয়নে ‘খোলা ডানা’র প্রতীকী ডিজাইন, যা উন্মুক্ততা ও গ্রহণযোগ্যতার প্রতীক
ছবি: প্রথম আলো
৯ / ১৬
আলজেরীয় প্যাভিলিয়নের সামনে কাজ করছেন এক আরব কারুশিল্পী
ছবি: প্রথম আলো
১০ / ১৬
‘পানির মধ্যেই জীবনের স্পন্দন নিহিত’—এমন থিমে বর্ণিল নকশায় কলম্বিয়ার প্যাভিলিয়ন
ছবি: প্রথম আলো
১১ / ১৬
ধ্রুপদি সংগীতের জন্য বিখ্যাত অস্ট্রিয়ার প্যাভিলিয়নের সম্মুখভাগে ছিল মিউজক্যাল নোটের আদলের সিঁড়ি
ছবি: প্রথম আলো
১২ / ১৬
‘অভিন্ন অবস্থানে একসঙ্গে একটি নতুন ভোর তৈরির’ থিমে সাজানো নেদারল্যান্ডস প্যাভিলিয়ন
ছবি: প্রথম আলো
১৩ / ১৬
নজর কেড়েছে তুর্কমেনিস্তান প্যাভিলিয়ন
ছবি: প্রথম আলো
১৪ / ১৬
রাতে জ্বলজ্বল করছে পতাকার আদলে তৈরি বাংলাদেশ প্যাভিলিয়ন
ছবি: প্রথম আলো
১৫ / ১৬
রাত গভীর হলে খুঁজে নিতে হয় এক্সপো থেকে বের হওয়ার পথ
ছবি: প্রথম আলো
১৬ / ১৬
এক্সপো থেকে বের হওয়ার পথে অন্যান্য দেশের সঙ্গে উড়ছে বাংলাদেশের পতাকা
ছবি: প্রথম আলো