থমাসভিলের ‘১১-একর ফ্লি মার্কেট’

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ঐতিহ্যবাহী শহর থমাসভিলের ‘১১-একর ফ্লি মার্কেট’। এ হাটটি বসে সাপ্তাহিক ছুটির দিনে। বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীরা এ মার্কেটটি চালু করেন। এখানে টেবিল ভাড়া নিয়ে অস্থায়ী দোকান বসানো হয়। সেখানে পোষা প্রাণী, গৃহসামগ্রী, পোশাক, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন জিনিস বিক্রি হয়। এর পাশাপাশি শিল্পীরা সেখানে গান পরিবেশন করেন। সেই গান শুনতে শুনতে আর খাবার খেতে খেতে দিনভর আড্ডা দিতে দূরদূরান্ত থেকে অনেকেই আসেন এ হাটে।

১ / ১০
হাটের দোকানে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে স্থানীয় ফল। সঙ্গে রয়েছে ডিমও।
২ / ১০
বিক্রির জন্য রাখা হয়েছে হাঁস, মুরগি, ছাগল, ঘোড়াসহ বিভিন্ন প্রাণী।
৩ / ১০
হাটের মাঠে অস্থায়ী দোকানে পণ্যের সারি।
৪ / ১০
হাটে পাওয়া যায় বিভিন্ন মডেলের বন্দুক।
৫ / ১০
বিভিন্ন প্রজাতির গাছের চারাও বিক্রি হয় হাটে।
৬ / ১০
হাটে বিক্রি হয় রান্নার বিভিন্ন সরঞ্জামও।
৭ / ১০
খেলনার দোকান।
৮ / ১০
স্বল্প মূল্যে বিক্রি হয় বিভিন্ন প্রজাতির ক্যাকটাস।
৯ / ১০
স্থানীয় বাসিন্দারা তাঁদের পোষা প্রাণী খাঁচায় ভরে বিক্রির জন্য নিয়ে আসেন। সঙ্গে চলছে আড্ডা।
১০ / ১০
হাট থেকে বড় মুরগি কিনে ফিরছে এক বালক।