ভারতে ভোট গণনা

ভারতে ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সাত দফায় দেড় মাস ধরে ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা শেষে আজ সকাল আটটা থেকে গণনা শুরু হয়। সরকার গঠনের জন্য ৫৪৩ আসনের মধ্য ২৭২টি আসন পেতে হবে। আজ ভারতের বিভিন্ন জায়গায় লোকসভা নির্বাচনের ভোট গণনার কিছু ছবি দিয়ে সাজানো হয়েছে ছবির গল্প।

১ / ৭
ভারতের আহমেদাবাদে ভোট গণনা শুরু হওয়ার আগে ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল (ভিভিপিএটি) এবং ইলেকট্রনিক ভোটিং মেশিনের পাশে দাঁড়িয়ে আছেন এক নির্বাচনকর্মী। ৪ জুন, ২০২৪
ছবি: রয়টার্স
২ / ৭
ভারতের নয়াদিল্লিতে একটি গণনাকেন্দ্রের ভেতর নির্বাচন কর্মকর্তারা পোস্টাল ব্যালট গণনা করছেন। জুন ৪, ২০২৪
ছবি: রয়টার্স
৩ / ৭
মুম্বাইতে একটি ভোট গণনাকেন্দ্রের বাইরে বসে নির্বাচনের ফলাফল দেখছে লোকজন।
ছবি: রয়টার্স
৪ / ৭
ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সমর্থকেরা নয়াদিল্লিতে দলটির সদর দপ্তরের টেলিভিশনে নির্বাচনের ফলাফলের সরাসরি সম্প্রচার দেখছে। জুন ৪, ২০২৪
ছবি: এএফপি
৫ / ৭
ভারতের নয়াদিল্লিতে একটি গণনাকেন্দ্রের ভেতর ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গণনা করছেন নির্বাচনী কর্মকর্তারা। জুন ৪, ২০২৪
ছবি: রয়টার্স
৬ / ৭
ভোট গণনার দিনে ভারতের নয়াদিল্লিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদর দপ্তরে খাবার তৈরির কাজ চলছে। জুন ৪, ২০২৪
ছবি: রয়টার্স
৭ / ৭
ভারতের বারানসিতে একটি গণনাকেন্দ্রে ভোট গণনা করার পরে ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলো (ইভিএম) সারিবদ্ধভাবে রাখা হয়েছে। তার পাশে বসে আছেন একজন স্বেচ্ছাসেবী। জুন ৪, ২০২৪
ছবি: এএফপি