ঘূর্ণিঝড় মোকাবিলায় ফ্লোরিডার প্রস্তুতি

আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিল্টন ক্রমাগত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে। সতর্কতা হিসেবে সেখানকার বেশ কিছু এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। প্রস্তুতি হিসেবে অনেকে শুকনো খাবার কিনতে বিক্রয়কেন্দ্রগুলোতে ভিড় করছেন। ঘূর্ণিঝড়ের আভাস পাওয়ার পর থেকে ওয়েস্ট পামবিচ গার্ডেন এলাকায় যান চলাচল কমে যেতে দেখা গেছে। ঘূর্ণিঝড় মিল্টনকে কেন্দ্র করে ফ্লোরিডা অঙ্গরাজ্যের পরিস্থিতি নিয়ে এ ছবির গল্প।

১ / ৬
যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেলে ঘূর্ণিঝড় মিল্টনসংক্রান্ত বিভিন্ন খবর সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
২ / ৬
ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই শুরু হয়েছে বৃষ্টিপাত।
৩ / ৬
শুকনো খাবারের চাহিদা বেড়ে যাওয়ায় বিভিন্ন বিক্রয়কেন্দ্রে শুকনো খাবারের তাকগুলো ফাঁকা হয়ে যাচ্ছে
৪ / ৬
বিক্রয়কেন্দ্রে ডিমের চাহিদাও বেশি দেখা গেছে।
৫ / ৬
পানি ও জুসের তাকগুলোও অনেকটাই ফাঁকা।
৬ / ৬
সন্ধ্যার পর ফাঁকা ওয়েস্ট পাম বিচ আবাসিক এলাকা।