ধ্বংসস্তূপ আর শরণার্থীশিবিরে জীবন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় প্রাণভয়ে প্রায় ১০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। সেখানে খাবার ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ চলছেই। দেখা দিয়েছে খাদ্য ও পানির সংকট। মানুষ শরণার্থীশিবিরে মানবেতর জীবনযাপন করছেন। হতাহতদের খোঁজে চলছে উদ্ধারকাজ। ছবিতে ফিলিস্তিনের চিত্র।

১ / ১০
ইসরায়েলি বিমান হামলার পরে উত্তর গাজায় ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় দেরত শহরের আকাশেও ছড়িয়ে পড়েছে ধোঁয়ার কুণ্ডলী। ২০ অক্টোবর
ছবি: এএফপি
২ / ১০
গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ইসরায়েলি বোমা হামলায় নিহত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। গাজা, ১৯ অক্টোবর
ছবি: এএফপি
৩ / ১০
ইসরায়েলি গোলায় বিধ্বস্ত একটি বাড়ি থেকে উদ্ধারকর্মীরা এক শিশুকে বের করে আনছেন। খান ইউনিস, দক্ষিণ গাজা, ২০ অক্টোবর
ছবি: রয়টার্স
৪ / ১০
নাজ্জার হাসপাতালে, কাফনে মোড়ানো এক আত্মীয়ের মরদেহের সামনে এক ফিলিস্তিনির বিলাপ। দক্ষিণ গাজা, ২০ অক্টোবর
ছবি: এএফপি
৫ / ১০
ফিলিস্তিনের নুর শামস শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের মরদেহ পড়ে আছে তুলকারম সরকারি হাসপাতালের একটি মর্গের ফ্রিজে। পশ্চিম তীর তুলকারম, ২০ অক্টোবর
ছবি: এএফপি
৬ / ১০
গাজার দক্ষিণাঞ্চলে রাফাহে ইসরায়েলি বোমা হামলায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত একটি বাড়ির সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন এক নারী। গাজা, ১৯ অক্টোবর,
ছবি: এএফপি
৭ / ১০
ইসরায়েলের টানা বোমাবর্ষণের মধ্যে খাবার নিয়ে বাড়ি ফিরছে এক ফিলিস্তিনি শিশু। রাফাহ, দক্ষিণ গাজা, ২০ অক্টোবর
ছবি: এএফপি
৮ / ১০
জাতিসংঘ পরিচালিত একটি আশ্রয়শিবিরে তাঁবুর বাইরে হাতে পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে এক ফিলিস্তিনি শিশু। খান ইউনিস, ২০ অক্টোবর
ছবি: রয়টার্স
৯ / ১০
জাতিসংঘ পরিচালিত একটি কেন্দ্রে শিশুকে নিয়ে বসে আছেন এক নারী। ইসরায়েলি বোমা হামলায় বাড়ি ছেড়ে তিনি জাতিসংঘ পরিচালিত শরণার্থীশিবিরে আশ্রয় নেন। খান ইউনিস, ২০ অক্টোবর
ছবি: ইব্রাহিম আবু মুস্তাফা/রয়টার্স
১০ / ১০
জাতিসংঘ পরিচালিত একটি আশ্রয়শিবিরের তাঁবুতে এক মেয়েশিশু। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে পরিবারের সঙ্গে শরণার্থীশিবিরে আশ্রয় নিয়েছে সে। খান ইউনিস, ২০ অক্টোবর
ছবি: ইব্রাহিম আবু মুস্তাফা/রয়টার্স