ক্রেমলিনে চীনের প্রেসিডেন্ট
রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম রাশিয়া সফরে গেলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। আর তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশের বাইরে প্রথম পা রাখলেন তিনি। গতকাল সোমবার দুই দিনের সফরে মস্কোয় পৌঁছানোর পর সিকে স্বাগত জানান রুশ কর্মকর্তারা। পরে ক্রেমলিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন তিনি। সেখানে নানা বিষয়ে আলোচনা করেন দুই শীর্ষ নেতা।