এক কাতারে যুক্তরাজ্যের সাবেক ৬ প্রধানমন্ত্রী

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শনিবার ব্রিটেনের রাজা হিসেবে শপথ নিয়েছেন তৃতীয় চার্লস। তাঁকে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণার সময় লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে উপস্থিত ছিলেন কয়েক শ গুরুত্বপূর্ণ ব্যক্তি। এর মধ্যে যুক্তরাজ্যের যে সাবেক ছয়জন প্রধানমন্ত্রী জীবিত আছেন, তাঁরাও ছিলেন। তাঁরা হলেন জন মেজর, টনি ব্লেয়ার, গর্ডন ব্রাউন, ডেভিড ক্যামেরন, থেরেসা মে ও বরিস জনসন। ঐতিহাসিক এ আয়োজনের সামনের সারিতে ছিলেন তাঁরা। অনুষ্ঠানে রাজপরিবারের অন্য সদস্যদের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী লিজ ট্রাস ও বিরোধীদলীয় লেবার নেতা স্যার কিয়ের স্টারমার উপস্থিত ছিলেন।

২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত লেবার পার্টির নেতৃত্বদানকারী বিরোধী দলের নেতা এড মিলিব্যান্ড, ১৯৮৩ থেকে ১৯৯২ সালে এ দায়িত্ব পালন করা নীল কিনক ও সাবেক লিবারেল ডেমোক্র্যাট নেতা নিক ক্লেগও যোগ দিয়েছিলেন অনুষ্ঠানে। দেশের সাবেক ও বর্তমান নেতারা নতুন রাজার প্রতি নিজেদের সমর্থন দেখানোর জন্য ‘গড সেভ দ্য কিং’ কোরাসে অংশ নেন। সাবেক ছয় প্রধানমন্ত্রীর একসঙ্গে একই অনুষ্ঠানে যোগ দেওয়া বিরল ও ঐতিহাসিক ঘটনা বলেই রাজনৈতিক বিশ্লেষকেরা জানিয়েছেন।

জন মেজর ১৯৯০-১৯৯৭ (কনজারভেটিভ পার্টি), টনি ব্লেয়ার ১৯৯৭-২০০৭ (লেবার পার্টি), গর্ডন ব্রাউন ২০০৭-২০১০ (লেবার পার্টি), ডেভিড ক্যামেরন ২০১০-২০১৬ (কনজারভেটিভ পার্টি), থেরেসা মে ২০১৬-২০১৯ (কনজারভেটিভ পার্টি) ও বরিস জনসন ২০১৯ -২০২২ (কনজারভেটিভ পার্টি) মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন।

১ / ৬
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে রাজার দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে ঢুকছেন সাবেক ছয় ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, জন মেজর, গর্ডন ব্রাউন, টনি ব্লেয়ার, বরিস জনসন ও ডেভিড ক্যামেরন। লন্ডন, ব্রিটেন, ১০ সেপ্টেম্বর
ছবি: রয়টার্স
২ / ৬
সেন্ট জেমস প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের শপথ গ্রহণ অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও গর্ডন ব্রাউনের সঙ্গে কথা বলছেন লেবার পার্টির বর্তমান নেতা স্যার কিয়ের স্টারমার। লন্ডন, ব্রিটেন, ১০ সেপ্টেম্বর
ছবি: রয়টার্স
৩ / ৬
ব্রিটিশ রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য এবং রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের নিয়ে এ কাউন্সিল গঠন করা হয়। তৃতীয় চার্লসকে রাজা হিসেবে ঘোষণা দেয় ব্রিটেনের ‘এক্সেশন কাউন্সিল’। সেই ঘোষণার অপেক্ষায় সাবেক ছয় প্রধানমন্ত্রী ও কিয়ের স্টারমার। লন্ডন, ব্রিটেন, ১০ সেপ্টেম্বর
ছবি: রয়টার্স
৪ / ৬
সেন্ট জেমস প্রাসাদে অ্যাক্সেশন কাউন্সিলের বৈঠকে অংশ নেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন (ডানে) ও গর্ডন ব্রাউন (বাঁয়ে)
ছবি: রয়টার্স
৫ / ৬
সেন্ট জেমস প্রাসাদে অ্যাক্সেশন কাউন্সিলের বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, থেরেসা মে, বরিস জনসন ও ডেভিড ক্যামেরন (বাঁ থেকে ডানে)
ছবি: এএফপি
৬ / ৬
লেবার পার্টির সাবেক নেতা এড মিলিব্যান্ড, বর্তমান নেতা কিয়ের স্টারমার, সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, গর্ডন ব্রাউন, বরিস জনসন (বাঁ থেকে ডানে)
ছবি: এএফপি