চীনে বর্ষবরণ উৎসব

চীনে নতুন চান্দ্রবর্ষ শুরু হয়েছে ১০ ফেব্রুয়ারি। একে চীনা নববর্ষও বলা হয়। এ নববর্ষ ঘিরে বেশ কয়েক দিন ধরে চলে উদ্‌যাপন। শুধু চীন নয়, উৎসবের আমেজ থাকে বিভিন্ন দেশেও। আয়োজন করা হয় ড্রাগন নাচের। তৈরি করা হয় ঝলমলে রঙের ড্রাগনের অবয়ব। সেগুলো নিয়ে শোভাযাত্রা নববর্ষ উদ্‌যাপনের অন্যতম আকর্ষণ।

১ / ১০
চীনা নববর্ষ উপলক্ষে আলো-আঁধারি মিলিয়ে তৈরি করা হয়েছে মঞ্চ। সেখানে ছবি তুলছেন অনেকে। চায়না টাউন, ব্যাংকক, থাইল্যান্ড, ৯ ফেব্রুয়ারি
ছবি: এএফপি
২ / ১০
নববর্ষের প্রাক্কালে লাল লণ্ঠনের সজ্জা। রয়েছে সবুজ ড্রাগনের অবয়বও। উৎসবমুখর এ পরিবেশে সেলফি তুলছেন দুই নারী। সুরাকার্তা, মধ্য জাভা প্রদেশ, ইন্দোনেশিয়া, ৯ ফেব্রুয়ারি
ছবি: রয়টার্স
৩ / ১০
নববর্ষের মেলায় রাতের আঁধারে আলো-ঝলমলে ড্রাগনের অবয়ব। চেংডু, সিচুয়ান প্রদেশ, চীন, ১১ ফেব্রুয়ারি
ছবি: এএফপি
৪ / ১০
মন্দিরে এক মেলায় ড্রাগন নাচের আয়োজন। বেইজিং, চীন, ১১ ফেব্রুয়ারি
ছবি: এএফপি
৫ / ১০
নববর্ষ ঘিরে উৎসবের প্রথম দিনে ড্রাগন নাচের সঙ্গে আতশবাজির খেলা। বেইজিং, চীন, ১০ ফেব্রুয়ারি
ছবি: এএফপি
৬ / ১০
নববর্ষ উপলক্ষে পোড়ানো হয় আতশবাজি। বাজির আলোয় রঙিন হয়েছে চারপাশ। ভিক্টোরিয়া হারবার, হংকং, ১১ ফেব্রুয়ারি
ছবি: এএফপি
৭ / ১০
নববর্ষের শোভাযাত্রায় জিমন্যাস্টদের পরিবেশনা। হংকং, ১০ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
৮ / ১০
বাহারি সাজে সজ্জিত হয়ে নববর্ষের শোভাযাত্রায় অংশ নেন অনেকে। হংকং, ১০ ফেব্রুয়ারি
ছবি: রয়টার্স
৯ / ১০
নতুন বছর বরণ করে নিতে মন্দিরে প্রার্থনা। জাকার্তা, ইন্দোনেশিয়া, ১০ ফেব্রুয়ারি
ছবি: রয়টার্স
১০ / ১০
নববর্ষ উপলক্ষে নানা কারুকাজে সাজানো একটি ড্রাগনের অবয়ব। ম্যাকাও, ১০ ফেব্রুয়ারি
ছবি: এএফপি