ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পেনসিলভানিয়ায় এক নির্বাচনী প্রচারে এ ঘটনা ঘটে। ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। এ সময় হঠাৎ গুলির শব্দ। সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন ট্রাম্প। এ সময় তাঁর সমর্থকেরা চিৎকার করতে থাকেন। এরপর সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন। এ সময় ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়।

১ / ১২
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাটলার, যুক্তরাষ্ট্র, ১৩ জুলাই
ছবি: রয়টার্স
২ / ১২
সমাবেশে সমর্থকদের হাত তুলে শুভেচ্ছা জানান
ছবি: রয়টার্স
৩ / ১২
ট্রাম্পের বক্তৃতা চলার তাঁর সমর্থকদের সরব উপস্থিতি
ছবি: এএফপি
৪ / ১২
হঠাৎ গুলি শব্দে সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন ট্রাম্প। এ সময় তাঁর কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়
ছবি: এএফপি
৫ / ১২
গুলির পর মঞ্চে ডোনাল্ড ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নিতে ঝাঁপিয়ে পড়েন সিক্রেট সার্ভিস এজেন্টের সদস্যরা
ছবি: এএফপি
৬ / ১২
ট্রাম্পকে সরিয়ে নিয়ে যাওয়ার সময় তিনি মুষ্টিবদ্ধ হাত ওপরে তুলে বলে ওঠেন, ‘ফাইট, ফাইট, ফাইট!’
ছবি: এএফপি
৭ / ১২
ট্রাম্পকে সমাবেশের মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন সিক্রেট সার্ভিস এজেন্টের সদস্যরা
ছবি: এএফপি
৮ / ১২
গুলির ঘটনার পর খালি পড়ে আছে সমাবেশস্থল। নিচে পড়ে আছে নির্বাচনী স্টিকার আর পানির খালি বোতল
ছবি: এএফপি
৯ / ১২
ডোনাল্ড ট্রাম্পে সমাবেশে আহত হওয়া ঘটনায় প্রতিবাদে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ফ্লোরিডার পাম বিচে মার-এ-লাগোর বাইরে জড়ো হন
ছবি: এএফপি
১০ / ১২
গুলির ঘটনার পর আহত ট্রাম্পকে তাৎক্ষণিকভাবে বাটলার মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়
ছবি: এএফপি
১১ / ১২
ট্রাম্পের সমাবেশে গুলির ঘটনায় দর্শক সারিতে থাকা কয়েকজনের পোশাকে রক্তের দাগ দেখা গেছে। এই ঘটনায় দর্শক সারিতে একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন
ছবি: এএফপি
১২ / ১২
গুলির ঘটনার পর নিউইয়র্ক সিটিতে ট্রাম্প টাওয়ারে বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি
ছবি: এএফপি