গাজায় খাদ্য-পানির হাহাকার

ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ফিলিস্তিনের গাজায়। প্রায় তিন সপ্তাহ ধরে চলা হামলায় অবরুদ্ধ এ উপত্যকাটির সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন ১০ লাখের বেশি বাসিন্দা। খাবার ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অনাহার–অর্ধাহারে দিন কাটছে লাখো মানুষের। এসবের মধ্যেও হামলা চলছে। প্রতিদিন শত শত মানুষ প্রাণ হারাচ্ছেন।

১ / ১০
জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে আশ্রয় নেওয়া মানুষকে খাবার দেওয়া হচ্ছে। থালা–বাটি হাতে খাবার নিতে শিশু–কিশোরদের হুড়োহুড়ি। রাফাহ, দক্ষিণ গাজা, ২৩ অক্টোবর
ছবি: রয়টার্স
২ / ১০
বোতল–গ্যালন হাতে খাওয়ার পানি নেওয়ার জন্য অপেক্ষায় তারা। রাফাহ, দক্ষিণ গাজা, ২৪ অক্টোবর
ছবি:এএফপি
৩ / ১০
ইসরায়েলি হামলায় গৃহহীন মানুষদের খাবার দেওয়া হচ্ছে। সেই খাবার নিতে ভিড় করেছেন বহু মানুষ। রাফাহ, দক্ষিণ গাজা, ২৩ অক্টোবর
ছবি: এএফপি
৪ / ১০
জাতিসংঘ পরিচালিত আশ্রয়কেন্দ্রে খাবার নিতে শিশু–কিশোরদের ভিড়। রাফাহ, দক্ষিণ গাজা, ২৩ অক্টোবর
ছবি:এএফপি
৫ / ১০
বেকারির দোকান থেকে রুটি নিয়ে যাচ্ছে এক কিশোর। রাফাহ, দক্ষিণ গাজা, ২৩ অক্টোবর
ছবি: এএফপি
৬ / ১০
বোতল হাতে পানির খোঁজে বেরিয়েছেন প্রবীণ এই ব্যক্তি। রাফাহ, দক্ষিণ গাজা, ২৪ অক্টোবর
ছবি: এএফপি
৭ / ১০
রুটি কেনার জন্য একটি দোকানের সামনে মানুষের দীর্ঘ সারি। খান ইউনিস, দক্ষিণ গাজা, ২২ অক্টোবর
ছবি: রয়টার্স
৮ / ১০
সাইকেলে করে পাত্র নিয়ে পানির খোঁজে বেরিয়েছে এই কিশোর। রাফাহ, দক্ষিণ গাজা, ২২ অক্টোবর
ছবি: এএফপি
৯ / ১০
যার কাছে যা আছে, তাই নিয়ে পানি সংগ্রহ করতে এসেছেন তাঁরা। রাফাহ, দক্ষিণ গাজা, ২২ অক্টোবর
ছবি: এএফপি
১০ / ১০
দীর্ঘ অপেক্ষার পর খাবার দিতে শুরু করেছেন স্বেচ্ছাসেবকেরা। খাবার দেওয়া শুরু করা মাত্রই ভিড় জমে যায় আশপাশে। রাফাহ, দক্ষিণ গাজা, ২৩ অক্টোবর
ছবি: এএফপি