যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিল শহরে স্কুলে গুলিতে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গুলির ঘটনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ বন্দুকধারীকে শনাক্ত করেছে। তাঁর নাম অড্রে হালে (২৮), তিনি স্কুলের সাবেক শিক্ষার্থী। হামলাকারী হালে পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

১ / ৮
অস্ত্র হাতে নাশভিলের কোভনেন্ট স্কুলে ঢুকছেন হামলাকারী অড্রে হালে
ছবি: রয়টার্স
২ / ৮
বন্দুকধারীর গুলিতে স্কুলের একটি ফটকের কাচ ভেঙে পড়েছে
ছবি: রয়টার্স
৩ / ৮
পুলিশের টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত ছবিতে দেখা যায়, কোভনেন্ট স্কুল ভবনে ঢোকার মুখে দরজার কাচ ভেঙে পড়ে আছে
ছবি: এএফপি
৪ / ৮
স্কুলের সামনে অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিচ্ছেন এক ব্যক্তি। সেখানে অনেকেই নিহত ব্যক্তিদের স্মরণে ফুল, টেডি বিয়ার ও বেলুন রেখে গেছেন
ছবি: এএফপি
৫ / ৮
নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে কাঁদছেন অ্যালেক্স ফ্রিবার্গ নামের এক ব্যক্তি
ছবি: রয়টার্স
৬ / ৮
নিহত ব্যক্তিদের স্মরণ অনুষ্ঠানে লরা ও নেট ডিকিনসন
ছবি: রয়টার্স
৭ / ৮
ঘটনার পর স্কুলের সামনে জড়ো হয় শিশুরা
ছবি: এএফপি
৮ / ৮
স্কুলের বাইরে অস্থায়ী স্মৃতিসৌধে জড়ো হন স্বজন হারানো মানুষ
ছবি: এএফপি