ষাঁড়ের দৌড় উৎসব
শিং উঁচিয়ে ধেয়ে আসছে বিশাল বপু সব ষাঁড়। সেগুলোর গুঁতা থেকে বাঁচতে হাজারো মানুষের হুড়োহুড়ি। কেউ দূর থেকেই করছেন উল্লাস। বলা হচ্ছে স্পেনের ঐতিহ্যবাহী ষাঁড় উৎসবের কথা। ১৪ শতকের গোড়ার দিকে উত্তর-পূর্ব স্পেনে এ উৎসবের গোড়াপত্তন। প্রতিবছর ৬ থেকে ১৪ জুলাই পর্যন্ত আয়োজন করা হয় এই উৎসব। সে হিসাবে এবার উৎসবটি শুরু হয়েছে গতকাল শনিবার থেকে। সান ফার্মিন নামের এ উৎসবে শামিল হতে এ বছর স্পেনের পাম্পলোনায় দেশ-বিদেশের পর্যটকেরা।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯