মাদাগাস্কারের প্রেসিডেন্টের দেশত্যাগের আগে–পরে যা হলো

বিদ্যুৎ ও পানির সংকটকে কেন্দ্র করে গত ২৫ সেপ্টেম্বর থেকে মাদাগাস্কারের জেন–জি প্রজন্মের তরুণেরা সরকারবিরোধী আন্দোলন চালিয়ে আসছিলেন। এরই মধ্যে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা পার্লামেন্ট ভেঙে দিয়েছিলেন। তাতেও লাভ হয়নি। আন্দোলনকারীরা রাজোয়েলিনার পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যান। শেষ পর্যন্ত গতকাল সোমবার তিনি গোপনে দেশ ছেড়ে যান। সেখানকার জেন–জির আন্দোলন ও উল্লাস নিয়ে ছবির গল্প।

১ / ৯
মাদাগাস্কারের বিক্ষোভে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে শত শত নাগরিক একাত্ম হয়ে জাতীয় সংগীত পরিবেশন করছেন। ১৩ অক্টোবর ২০২৫, আন্তানানারিভো
ছবি: এএফপি
২ / ৯
মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বিক্ষোভকারীরা উল্লাস করেন। ১৩ অক্টোবর ২০২৫, আন্তানানারিভো
ছবি: এএফপি
৩ / ৯
দুই সপ্তাহের বেশি সময় ধরে সরকারবিরোধী আন্দোলনের মধ্যে প্রেসিডেন্ট রাজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরে মোটরসাইকেলে চড়ে সাধারণ নাগরিকেরা উল্লাস করছেন। ১১ অক্টোবর ২০২৫, আন্তানানারিভো
ছবি: এএফপি
৪ / ৯
জেনারেল ডেমোসথেন পিকুলাসকে (সামনে লাল টুপি পরিহিত) মালাগাসি সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে ঘোষণা করা হয়। ১১ অক্টোবর ২০২৫, আন্তানানারিভো
ছবি: এএফপি
৫ / ৯
সংঘর্ষের সময় নিহত এক সেনাসদস্যকে মালাগাসির জাতীয় পতাকায় ঢেকে কফিন বহন করে নিয়ে যাচ্ছেন সৈনিকেরা। ১১ অক্টোবর ২০২৫, আন্তানানারিভো
ছবি: এএফপি
৬ / ৯
মাদাগাস্কারের ক্যাপস্যাট সেনা ইউনিটের সদস্যরা একটি পিকআপ ট্রাকে টহল দেওয়ার সময় নাগরিকেরা তাঁদের দেখে আনন্দ প্রকাশ করছেন। ১১ অক্টোবর ২০২৫, আন্তানানারিভো
ছবি: এএফপি
৭ / ৯
সরকারবিরোধী বিক্ষোভে নিহত বিক্ষোভকারীদের সম্মানে অনুষ্ঠান চলার সময়ে বাসিন্দারা এক মিনিট নীরবতা পালন করেন। ১১ অক্টোবর ২০২৫, আন্তানানারিভো
ছবি: এএফপি
৮ / ৯
ঘন ঘন বিদ্যুৎ–বিভ্রাট ও পানির সংকটের প্রতিবাদে তরুণ নেতৃত্বে দেশব্যাপী বিক্ষোভে মাদাগাস্কারের একটি সামরিক যান ঘিরে ধরেন বিক্ষোভকারীরা। ১১ অক্টোবর ২০২৫, আন্তানানারিভো
ছবি: রয়টার্স
৯ / ৯
মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা গত ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন। ১৩ অক্টোবর জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা ছিল তাঁর। এরই মধ্যে জানা গেল, তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। নিউইয়র্ক
ফাইল ছবি: রয়টার্স