ওয়াশিংটনজুড়ে নজরদারি

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয় দফায় অভিশংসন করা হয়েছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেকও সামনে। ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার রেশ এখনো রয়েছে। থেমে নেই ট্রাম্পের হুমকিও। এই পরিস্থিতিতে আবার সহিংসতার আশঙ্কায় ওয়াশিংটনজুড়ে নিরাপত্তা জোরদার হয়েছে। এএফপি ও রয়টার্সের ছবিতে দেখা যাক ন্যাশনাল গার্ডের তৎপরতা।
১ / ৯
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক সামনে। তাই ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে পার্লামেন্ট ভবন ক্যাপিটলের ভেতরে ন্যাশনাল গার্ডদের কড়া নজরদারি। ১৪ জানুয়ারি।
২ / ৯
ডার্কসেন সিনেট কার্যালয় ভবনে ন্যাশনাল গার্ডের সদস্যরা। ১৪ জানুয়ারি।
৩ / ৯
ডার্কসেন সিনেট কার্যালয় ভবনে ন্যাশনাল গার্ডের সদস্যদের উপস্থিতি চোখে পড়ার মতো। ১৪ জানুয়ারি।
৪ / ৯
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে ন্যাশনাল গার্ডের সদস্যদের নজরদারি। ১৪ জানুয়ারি।
৫ / ৯
হোয়াইট হাউসের কাছে ডাউনটাউন এলাকায় পৌঁছে গেছেন ন্যাশনাল গার্ডের সদস্যরা।
৬ / ৯
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার অভিশংসনের পরে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ক্যাপিটলে ন্যাশনাল গার্ডের সদস্য বাড়ানো হয়েছে।
৭ / ৯
ক্যাপিটলের বাইরে ন্যাশনাল গার্ডের সদস্যদের সঙ্গে কথা বলছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
৮ / ৯
ওয়াশিংটন ডিসিতে ২০ হাজারের বেশি ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। চলছে তাঁদের টহল।
৯ / ৯
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বার অভিশংসনের পরে ক্যাপিটলের চারপাশে আট ফুট উঁচু কাঁটাতারের বেড়া। সেখানেও নজরদারি চলছে ন্যাশনাল গার্ডের সদস্যদের।