সোনায় মোড়ানো হোটেল

সোনায় মোড়ানো হোটেল। শুধু বাইরে নয়, হোটেলের লবি, সিলিং থেকে টয়লেটের কমোড—সবই ২৪ ক্যারেট সোনা দিয়ে মোড়ানো। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে গোল্ডপ্লেটে তৈরি পাঁচ তারকা বিলাসবহুল এই হোটেলের নাম ‘ডলস হ্যানয় গোল্ডেন লেক’। এখানে রুম ভাড়া শুরু হয়েছে এক রাত ২৫০ মার্কিন ডলার থেকে। বাংলাদেশি মুদ্রায় ২১ হাজার টাকার একটু বেশি। হোটেলটির মালিক হোয়া বিন গ্রুপ। ব্যবস্থাপনার দায়িত্বে আছে মার্কিন ওয়াইনদাম হোটেল অ্যান্ড রিসোর্টস ইনকরপোরেটেড। হোয়া বিন গ্রুপের চেয়ারম্যান নুগুয়েন হু দুয়ং বলেন, এ মুহূর্তে বিশ্বে এমন হোটেল নেই। হোটেলটি নির্মাণে সময় লেগেছে ১১ বছর। রয়টার্সের ছবিতে একনজরে হোটেলটি
১ / ৯
হোটেলের দরজায় অভ্যর্থনা জানাতে দেশটির ঐতিহ্যবাহী পোশাকে দাঁড়ানো এক কর্মী
ছবি: রয়টার্স
২ / ৯
২৫ তলা এই হোটেলটি তৈরিতে খরচ হয়েছে ২০ কোটি মার্কিন ডলার
৩ / ৯
হোটেল রুমের বাথটাব ও আয়নার ফ্রেম সবই সোনায় মোড়ানো
৪ / ৯
সোনায় মোড়ানো টয়লেটের কমোড
৫ / ৯
বাদ যায়নি বাথরুম সিংকও
৬ / ৯
করোনার মধ্যে সচেতন হোটেলকর্মী
৭ / ৯
খাবার ঘরের জিনিসপত্রও সোনায় তৈরি
৮ / ৯
দুপুরের খাবারে হাঁসের মাংসের ওপর দেওয়া হয় সোনালি পাউডার
৯ / ৯
সুইমিংপুলেও ব্যবহার করা হয়েছে সোনা