৭ সেকেন্ডের ভূমিকম্পে ইন্দোনেশিয়ার বিধ্বস্ত এলাকা  

ইন্দোনেশিয়ার সুলাওয়েশি দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৭ সেকেন্ডের ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যাজেন ও মামুজু শহর। ম্যাজেন শহরে আহত হয় ৬ শতাধিক মানুষ। দুপুর পর্যন্ত এএফপি দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার বরাত দিয়ে জানিয়েছে অন্তত ৩৪ জন নিহত হয়েছে। এএফপি ও রয়টার্সের ছবিতে দেখা যাক ভূমিকম্পে বিধ্বস্ত এলাকা।

১ / ৫
পশ্চিম সুলাওয়েশি প্রদেশের মামুজু শহরে ক্ষতিগ্রস্ত একটি গাড়ি ও ভবনের ধ্বংসাবশেষ।
২ / ৫
মামুজু শহরে মাটিতে মিশে যাওয়া একটি হাসপাতাল ভবন দেখছেন লোকজন।
৩ / ৫
শহরের মিতরা মানাকারা হাসপাতালের ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা।
৪ / ৫
আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে হাসপাতাল ভবন থেকে ধ্বংসস্তূপ সরাচ্ছেন উদ্ধারকর্মীরা। ধ্বংসস্তূপের নিচে ২০ জনের মতো রোগী ও হাসপাতালের কর্মী চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
৫ / ৫
শহরটির বিধ্বস্ত আরেক ভবনে উদ্ধার তৎপরতা।