ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট

ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে দিনের তৃতীয় খেলায় মুখোমুখি হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ১-০ জিতেছে। দিনের চতুর্থ ম্যাচে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ৬–০ গোলে হারিয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশকে। দুটি ম্যাচই হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে।

১ / ১২
ম্যাচ শুরুর আগে মাঠে নামছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ দলের ফুটবলাররা।
২ / ১২
বল দখলের চেষ্টায় দুই দলের খেলোয়াড়েরা।
৩ / ১২
আত্মঘাতী গোল পেয়ে উল্লাসে মেতে ওঠেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়।
৪ / ১২
কে দখল করবেন বল, সেই লড়াইয়ে দুই দলের দুই খেলোয়াড়।
৫ / ১২
দুই দলের খেলোয়াড়দের মধ্যে বল দখলের লড়াই।
৬ / ১২
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোচ অসৌজন্যমূলক আচরণ করলে তাঁকে লাল কার্ড দেখানো হয়।
৭ / ১২
সেরা খেলোয়াড়ের পুরস্কার পান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গোলকিপার রিফাত মনোয়ার।
৮ / ১২
খেলা শুরুর আগে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের দুই অধিনায়ক হাত মেলাচ্ছেন।
৯ / ১২
প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে নিজের খেলোয়াড়ের কাছে বল পৌঁছে দিলেন তিনি।
১০ / ১২
খেলার একটি বিশেষ মুহূর্ত।
১১ / ১২
প্রতিপক্ষকে পরাস্ত করে বল দখলের চেষ্টা।
১২ / ১২
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির খেলোয়াড় সোহানুর রহমান দুই গোল করে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।