ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল: বর্ণিল আয়োজনে শুরু খুলনা পর্ব
বর্ণিল আয়োজনে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খুলনা পর্বের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে জেলা স্টেডিয়াম সাজানো হয়েছে নতুন সাজে। স্টেডিয়ামের ভেতরে ও বাইরে ঝুলছে ব্যানার–ফেস্টুন। বিভিন্ন বিশ্ববিদ্যায়ের দলগুলো উৎসবের আমেজে যোগ দিয়েছে এই আয়োজনে। ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট নিয়ে ছবির গল্প।