ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল: বর্ণিল আয়োজনে শুরু খুলনা পর্ব

বর্ণিল আয়োজনে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খুলনা পর্বের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে জেলা স্টেডিয়াম সাজানো হয়েছে নতুন সাজে। স্টেডিয়ামের ভেতরে ও বাইরে ঝুলছে ব্যানার–ফেস্টুন। বিভিন্ন বিশ্ববিদ্যায়ের দলগুলো উৎসবের আমেজে যোগ দিয়েছে এই আয়োজনে। ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট নিয়ে ছবির গল্প।

১ / ৮
বেলুন উড়িয়ে খুলনা পর্বের খেলা উদ্বোধন করছেন অতিথিরা
২ / ৮
ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের খুলনা পর্বের শুরুতে ট্রফিসহ খেলোয়াড়দের ফটোসেশন
৩ / ৮
ম্যাচ শুরুর আগে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করছেন দুই দলের খেলোয়াড়েরা
৪ / ৮
দুই দলের খেলোয়াড়দের বল দখলের লড়াই
৫ / ৮
‘এগিয়ে যাও, এগিয়ে যাও’, ম্যাচ চলাকালে নিজের দলের খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছেন সমর্থকেরা
৬ / ৮
বল জড়িয়েছে জালে, গোলকিপারের তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না!
৭ / ৮
সমর্থকদের সঙ্গে ম্যাচ জয়ের আনন্দ ভাগাভাগি খেলোয়াড়দের
৮ / ৮
বিজয়ী দলের খেলোয়াড়দের উচ্ছ্বাস