আজিজুল হক ইসলামাবাদীকে রিমান্ডে পেয়েছে পুলিশ

আজিজুল হক ইসলামাবাদী।
ছবি সংগৃহীত

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেপ্তারের পর সাত দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। আজিজুল হক হেফাজতের মুখপাত্র ও শীর্ষস্থানীয় নেতাদের একজন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার আতিকুল ইসলাম এ কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁরা ১০ দিনের জন্য রিমান্ড চেয়েছিলেন।
এর আগে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার (ডিসি) আসাদুজ্জামান রিপন আজিজুল হককে গ্রেপ্তারের কথা জানিয়েছিলেন। তিনি জানিয়েছেন, গতকাল রোববার সন্ধ্যায় আজিজুলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

২০১৩ সালের ৬ মে পল্টন থানায় করা এক মামলায় আজিজুলকে গ্রেপ্তার করা হয়।
এদিকে গতকাল হাটহাজারীতে বৈঠক শেষে আজিজুল হককে আটক করা হয়েছিল বলে দাবি করেছেন সংগঠনটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজী।
হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ও সহকারী প্রচার সম্পাদক এনামুল হাসান ফারুকী বলেছেন, গতকাল সভা শেষে তিনি চট্টগ্রামের হাটহাজারী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন গাড়ির অপেক্ষায়। সেখানেই তাঁকে সর্বশেষ দেখা গেছে। এরপর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সাম্প্রতিক সময়ে সহিংসতা ও নাশকতার ঘটনার পর হেফাজতে ইসলামের কোনো শীর্ষপর্যায়ের নেতার গ্রেপ্তার হওয়ার ঘটনা এটাই প্রথম।