উদ্বোধনের দিন পদ্মা সেতুতে হাঁটার সুযোগ মিলতে পারে: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উদ্বোধনের দিনে (২৫ জুন) পদ্মা সেতু চলাচলে কিছুক্ষণের জন্য খুলে দেওয়া হতে পারে। তখন হয়তো কিছু সময়ের জন্য মানুষ পায়ে হেঁটে পদ্মা সেতুতে যাতায়াতের সুযোগ পাবেন। তবে এ সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি বলে উল্লেখ করেছেন তিনি।  

আজ বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে এই সভার আয়োজন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এতে পদ্মা সেতুর ওপারে দক্ষিণাঞ্চলের ২১ জেলার স্থানীয় আওয়ামী লীগের নেতা ও সংসদ সদস্যরা অংশ নেন।

কাদের বলেন, ‘২৫ তারিখ উদ্বোধনের দিনে পদ্মা সেতু দিয়ে কোনো গাড়ি চলবে না।‌ ২৬ তারিখ সকাল থেকে (সময় জানিয়ে দেওয়া হবে) টোল দিয়ে পদ্মা সেতু পার হতে হবে। আগের দিন (২৫ জুন) হয়তো কিছু সময়ের জন্য খোলাও হতে পারে। সেটা এখনো নিশ্চিত নয়।‌ সেদিন পায়ে হেঁটে হয়তো আপনারা যাতায়াত করতে পারবেন। এ রকম একটা সময়সীমা হয়তো দেওয়া হবে। চিন্তাভাবনা আছে। দেখা যাক।’

আরও পড়ুন

ওবায়দুল কাদের মনে করেন, অর্থায়ন থেকে সরে গিয়ে বিশ্ব ব্যাংক বঙ্গবন্ধু পরিবারকে যে অপমান করেছিল, পদ্মা সেতু সে অপমানের প্রতিশোধ। তিনি বলেন, বিশ্ব ব্যাংক আমাদেরকে দুর্নীতি, চুরির অপবাদ দিয়ে পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গিয়েছিল। বিশ্বব্যাংক যে অপমান করেছে শেখ হাসিনা, শেখ রেহানা, জয়-পুতুল, ববি কাউকে বাদ দেয় নাই। গোটা বঙ্গবন্ধুর পরিবারকে অপমান করেছে। অপবাদ দিয়েছে। তারা আমাদের বীরত্বকে আমাদের সম্মানকে ক্ষুণ্ন করেছে, আমাদের ভাবমূর্তির ওপর আঘাত হেনেছে।‌ তাই আমি বলব এই পদ্মা সেতু আমাদের সামর্থ্যের সক্ষমতার সেতু নয়। এই সেতু আমাদের অপমানের প্রতিশোধ।

আরও পড়ুন

পদ্মা সেতু নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে, গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি মহাসচিব বলেছেন পদ্মা সেতুর এপারে ওপারে মাওয়া ও জাজিরা প্রান্তে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন নাকি করেছেন খালেদা জিয়া।

রূপকথার গল্প। রূপকথার কাহিনি। সাংবাদিকেরা তৎকালীন যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার কাছে এ বিষয়ে জানতে চেয়েছেন, ফখরুলের এ বক্তব্যের সত্যতা কতটুকু। যোগাযোগ মন্ত্রী বলেছেন এ নিয়ে আমরা আলোচনা করেছি।‌ কিন্তু কোনো ভিত্তিপ্রস্তর হয়নি। মিথ্যাচার। মির্জা ফখরুল কীভাবে যে এত মিথ্যা কথা বলেন! ’
বিএনপিকে উদ্দেশ্য করে কাদের আরও বলেন, ‘এরা অন্ত জ্বালায় মরে যাচ্ছে। এদের বুকে বিষ জ্বালা। বিষ জ্বালা নিয়ে এরা অপপ্রচার করছে। পদ্মা সেতু নিয়ে এরা মিথ্যাচার করছে।’

নেতা কর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন, আপনাদের এর জবাব দিতে হবে ২৫ তারিখে। ‌২৫ তারিখ এর সমুচিত জবাব দেবেন।

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অনেক ঘটনা ঘটছে। জানি না চট্টগ্রামের এই কনটেইনারের ঘটনা সাবোটাজ কিনা? পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে এ ধরনের অন্তর্ঘাত করার ষড়যন্ত্র আছে কিনা?’
সেতু উদ্বোধনের দিনেও একটা ঘটনা ঘটানোর জন্য অনেকে মরিয়া হয়ে চেষ্টা করবে বলে আশঙ্কা প্রকাশ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আমাদের সাবধান থাকতে হবে। সবাই সতর্ক থাকবেন। রাতে শত্রু ভেতরে ঢুকে যেন কোনো অন্তর্ঘাত করতে না পারে। ‌

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, দলের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, শাহজাহান খান প্রমুখ।