default-image

বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন সোমবার করোনাভাইরাসের টিকা নিয়েছেন। টিকা নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তিনি।

সারা দেশে টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিন ছিল আজ সোমবার। আজও দেশজুড়ে টিকাদান কর্মসূচি চলে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন। তিনি নিজের ফেসবুক পোস্টে ছবি দিয়ে লিখেছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার টিকা নিলেন।

করোনার টিকা নিয়ে বিভিন্ন সময়ে সংশয় প্রকাশ করে বক্তব্য দেন বিএনপির নেতারা।

বিজ্ঞাপন

২৮ জানুয়ারি করোনার টিকা নিয়ে সরকার দুর্নীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ২ ডলার ৩৩ সেন্ট দিয়ে কেনা টিকা সরকার ৪ ডলার দিয়ে কিনছে। সেখানেও মধ্যস্বত্বভোগী। তাদের নিজস্ব একজন সুবিধাভোগীকে তারা সেই দায়িত্ব অর্পণ করেছে।

একই দিনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতের সেরাম ইনস্টিটিউশন থেকে আনা করোনার টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ভারতও এর কার্যকারিতা নিয়ে সংশয়ের কথা বলেছে। এতই যদি হয়, তাহলে কেন প্রধানমন্ত্রী নিতে (টিকা) পারলেন না? ওবায়দুল কাদের নিতে পারলেন না? কেন একজন নার্সকে দেওয়া হলো?

রাজনীতি থেকে আরও পড়ুন
মন্তব্য করুন