কলকাতা প্রেসক্লাবে বঙ্গবন্ধু প্রেস সেন্টারের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

ভারতের কলকাতা প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সংবাদ কেন্দ্রের (প্রেস সেন্টার) উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
ছবি: সংগৃহীত

ভারতের কলকাতা প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সংবাদ কেন্দ্রের (প্রেস সেন্টার) উদ্বোধন করেছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

আজ বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাবে এ–সংক্রান্ত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারত ও ভারতের মানুষকে ধন্যবাদ দেন। তিনি বলেন, ‘স্বাধীনতার জন্য বাংলাদেশের মানুষ যেমন প্রাণ দিয়েছেন, তেমনই দিয়েছেন এই দেশের (ভারত) মানুষ। দুই দেশের মানুষের রক্তই রয়েছে বাংলাদেশের স্বাধীনতায়, যে দেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখে সাম্প্রদায়িকতায় জীর্ণ পাকিস্তান ছেড়ে বেরিয়ে এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

টেলিভিশন, খবরের কাগজ বা অন্তর্জালের জন্য সংবাদ প্রযোজনা ও পরিবেশন করেন এমন সাংবাদিক ও ভাষ্যকারেরা সেন্টারটি থেকে উপকৃত হবেন বলে কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর প্রথম আলোকে জানান। তিনি বলেন, সেন্টারটি থেকে মূলত উপকৃত হবেন ফটোসাংবাদিকেরা।

এই কেন্দ্র কলকাতা প্রেসক্লাবকে বাংলাদেশের ‘উপহার’ হিসেবে উল্লেখ করে স্নেহাশিস সুর বলেন, এটিকে সাজাতে যা যা প্রয়োজন, তার সবই বাংলাদেশ সরকার দিয়েছে।
স্নেহাশিস বলেন, ‘মনে রাখা প্রয়োজন, বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে কলকাতা প্রেসক্লাবের একটা বিরাট অবদান রয়েছে। সেই অবদানের স্বীকৃতি দিয়েছিলেন বঙ্গবন্ধুও। তিনি ১৯৭২ সালে তাঁর প্রথম আনুষ্ঠানিক সফরে কলকাতা প্রেসক্লাবের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।’

স্নেহাশিস বলেন, ‘নিরাপত্তার কারণে সেই অনুষ্ঠান রাজভবনে করা হয়েছিল। কিন্তু সম্প্রতি আমাদের মনে হয়েছে, ১৯৪৫ সালে স্থাপিত উপমহাদেশের সাংবাদিকদের প্রাচীনতম এই মিলনস্থলে যদি এই সময়ে কিছু একটা করা যায়, তবে আরও ভালো কিছু হয়। কারণ, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ সবে পূর্ণ হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদ্‌যাপিত হচ্ছে। আর কলকাতা প্রেসক্লাবও সবে ৭৫ পেরোল।’

অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে রণাঙ্গন থেকে সংবাদ পরিবেশনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে কলকাতার পাঁচ সাংবাদিককে প্রেসক্লাবের পক্ষ থেকে ‘মুক্তিযুদ্ধ সুবর্ণজয়ন্তী কলম সেনা সম্মাননা’ প্রদান করা হয়।

কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান কলকাতা প্রেসক্লাবকে ধন্যবাদ দিয়ে বাংলাদেশের সাংবাদিকদের (যাঁরা কলকাতা থেকে বাংলাদেশে খবর পাঠান) সরকারি পরিচয়পত্র প্রদানের অনুরোধ জানান। অনুরোধ বিবেচনা করা হবে বলে জানান স্নেহাশিস।