খালেদা জিয়াকে এবারও ক্ষমতার বাইরে রাখতে হবে: তথ্যমন্ত্রী

হাসানুল হক ইনু । ফাইল ছবি
হাসানুল হক ইনু । ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এবারও ক্ষমতার বাইরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাসদ আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু বলেন, ‘রাজাকার-জঙ্গি, আগুন-সন্ত্রাসী আর তার পৃষ্ঠপোষক খালেদা জিয়াকে এবারও ক্ষমতার বাইরে রাখতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশে বিস্ময়কর যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন রক্ষা করতে হলে, টেকসই করতে হলে নির্বাচনকে সামনে রেখে যারা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাদের শক্তভাবে মোকাবিলা করতে হবে।’

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ কোন পথে যাবে, দেশবাসীকে সেই সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশ কি সেই অতীতের মতো খালেদা জিয়ার হাত ধরে পাকিস্তান-আফগানিস্তানের রক্তাক্ত পথে যাবে, নাকি শেখ হাসিনার হাত ধরে শান্তি-উন্নয়নের পথে যাবে। আগামী সংসদ নির্বাচনের আগে এই প্রশ্নের নিষ্পত্তি করতে হবে। এই প্রশ্নের নিষ্পত্তি না করে যারা নির্বাচন-গণতন্ত্র নিয়ে কথা বলেন, তাঁরা আসলে রাজাকারের বিপদটা বোঝেন না।

হাসানুল হক ইনু বলেন, ‘একবার রাজাকার, আরেকবার মুক্তিযুদ্ধের সরকার এই মিউজিক্যাল খেলা আর কত দিন চলবে। বাংলাদেশে অস্বাভাবিক সরকার, রাজাকার সমর্থিত সরকার কিংবা সামরিক সরকার আসুক, তা আমি চাই না।’ মন্ত্রী বলেন, ‘রাজাকার ও মুক্তিযোদ্ধাকে এক পাল্লায় মাপবেন না। হাসিনা-খালেদাকে এক পাল্লায় মাপবেন না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার হাতে দুটি চালনি রয়েছে। এর একটি দিয়ে জাতীয় পর্যায়ে রাজাকার-জঙ্গি, জামায়াত, আগুন সন্ত্রাসীকে রাজনীতির মাঠ থেকে পরিষ্কার করছেন। আরেকটি চালুনি দিয়ে দল ও জোটের ভেতরের দলবাজ, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের ছেঁকে পরিষ্কার করছেন।’

নবীনগর জাসদ সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় জাসদ সহসভাপতি শাহ জিকরুল আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় জাসদ নেতা নাদের চৌধুরী, শফিউদ্দিন মোল্লা, ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান প্রমুখ।

জনসভায় হাসানুল হক ইনু ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জাসদের সাবেক সাংসদ শাহ জিকরুল আহমেদকে ১৪ দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। এ সময় মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের ভাইদের বলব সব ডিম এক ঝুড়িতে রাখবেন না। কিছু ডিম অন্য ঝুড়িতে রাখেন, তাহলে ভালো থাকবেন।’