গণতন্ত্রের জন্য কথা বলতে হবে: জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী
ফাইল ছবি

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আজ গণতন্ত্রের জন্য আমাদের কথা বলতে হবে। সাংবাদিকদের লিখতে হবে। যতই অসুবিধা হোক, যতই সাংবাদিকদের ওপর অত্যাচার হোক, লিখে যেতে হবে।’

বুধবার রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক অনুষ্ঠানে জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। দরিদ্র মানুষের মধ্যে ঈদ–পূর্ব খাদ্য বিতরণ কর্মসূচি সম্পর্কে গণমাধ্যমকর্মীদের জানাতে এ আয়োজন করা হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তারা জানান, দেশের উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত এবং ঢাকা শহরের প্রায় দুই হাজার পরিবারের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এসব খাবার দিয়ে প্রতিটি পরিবার অন্তত এক সপ্তাহ চলতে পারবে।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের কোনো চিকিৎসা সরঞ্জাম বিদেশ থেকে আনতে ৫১ শতাংশ ট্যাক্স দিতে হয়। অথচ বড় বড় হাসপাতাল প্রতিষ্ঠানকে মাত্র ১ শতাংশ ট্যাক্স দিতে হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর উপস্থাপনায় আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব শফিউল আলম।