গণসংহতি আন্দোলনের নিবন্ধন নিয়ে হাইকোর্টের রায় স্থগিত চায় ইসি

নির্বাচন কমিশন

রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়ে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ১৪ আগস্ট শুনানির জন্য পাঠিয়েছেন চেম্বার আদালত। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে ২০১৯ সালের ১১ এপ্রিল হাইকোর্ট রায় দেন। এই রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে আইন অনুসারে রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেন হাইকোর্ট।

হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে আবেদনটি করা হয় বলে জানান ইসির আইনজীবী মো. ইয়াছিন খান। তিনি প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ওই বছরই লিভ টু আপিলের পাশাপাশি রায় স্থগিত চেয়ে আবেদন করে নির্বাচন কমিশন। তবে তা যথাযথ না হওয়ায় লিভ টু আপিলে বাড়তি যুক্তি দিয়ে ও হাইকোর্টের রায় স্থগিত চেয়ে গত ২৩ মে নির্বাচন কমিশন আবেদনটি করে।