ঢাকা মহানগর উত্তরে ৬২০ ইউনিট কমিটি করল বিএনপি

বিএনপি

ঢাকা মহানগর উত্তরে পাড়া-মহল্লা ও বাজারভিত্তিক ৬২০টি ইউনিট কমিটি গঠন করেছে বিএনপি। আজ সোমবার মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ ও সদস্যসচিব আমিনুল হক এ কমিটির অনুমোদন দেন।

আমিনুল হক প্রথম আলোকে বলেন, ইউনিট কমিটির ভোটে প্রতিটি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। ওয়ার্ড কমিটির ভোটে থানা কমিটি এবং থানা কমিটির ভোটাভুটিতে মহানগর কমিটি গঠন করা হবে।

গত বছরের আগস্টে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে আহ্বায়ক কমিটি দেয় বিএনপি। এতে উত্তরের আহ্বায়ক করা হয় আমানউল্লাহ ও সদস্যসচিব করা হয় আমিনুল হককে। দক্ষিণের আহ্বায়ক হন আবদুস সালাম ও সদস্যসচিব হন রফিকুল আলম।