নাশকতার মামলায় সেলিমা, আমানসহ বিএনপির ৪০ জনের বিচার শুরু
বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমানসহ ৪০ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৬ এর বিচারক ফাতেমা ফেরদৌসের আদালতে এই অভিযোগ গঠন করা হয়। আগামী ২৯ অক্টোবর মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারিত করেছেন বিচারক।
মামলার আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন প্রথম আলোকে বলেন, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের জোটের ডাকা হরতালের দিন রাজধানীর রামপুরায় ডিআইটি রোডের ন্যাশনাল ব্যাংকের সামনে প্রচেষ্টা পরিবহনের বাসে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। এই ঘটনায় করা মামলায় বিএনপির ৪১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
তবে আসামিদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল বারী বাবু মারা যাওয়া মামলাটি থেকে তাঁকে অব্যাহতি পান। মামলার অন্যান্য আসামিদের মধ্যে আছেন, বিএনপি নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস, হাবিব-উন-নবী খান সোহেল , বরকত উল্লাহ বুলু, মীর সরাফত আলী, আজিজুল বারী হেলাল প্রমুখ।