দলীয় প্রার্থীর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ খালেদা জিয়ার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থীর জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। 

বৈঠকে উপস্থিত বিএনপির অন্তত তিনজন নেতা জানান, বৈঠকে মূলত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হয়। সেখানকার বর্তমান পরিস্থিতি, দলীয় প্রার্থীর অবস্থান, স্থানীয় নেতাদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। পরে দলের প্রার্থীকে জেতাতে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করার নির্দেশনা দেন তিনি। এ ছাড়া বৈঠকে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যসহ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন তারা।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নারায়ণগঞ্জ নির্বাচনের মূল সমন্বয়ক দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, আবদুল আউয়াল মিন্টু, এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির চেয়ারপারসন নির্বাচন কমিশন গঠন ও কমিশনকে শক্তিশালী করতে একটি প্রস্তাব দিয়েছেন। বিএনপি আশা করে, রাষ্ট্রপতি বিষয়টি দেখবেন। আর ক্ষমতাসীন বড় রাজনৈতিক দল ও সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রীরও এ বিষয়ে দায়িত্ব আছে।
প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা মধ্যবর্তী নির্বাচনের কথা বলেনি। বিএনপি বলছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি যে নির্বাচন হয়েছে, সেটি ছিল প্রশ্নবিদ্ধ। সে জন্য দ্রুততম সময়ের মধ্যে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন দরকার।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান যে সংকট চলছে, তা নিরসন করতে পারে একমাত্র গ্রহণযোগ্য একটি নির্বাচন। সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা যায়। একই সঙ্গে নির্বাচনকালীন এক সহায়ক সরকার থাকে। নির্বাচন কমিশন গঠনে সরকারের শুভবুদ্ধির উদয় হবে বলে আশা করেন তিনি।