পুলিশের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ধরে নেওয়ার অভিযোগ

বিএনপি

রাজধানীর তেজগাঁও থানা–পুলিশের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে বিএনপি। তবে তেজগাঁও থানা–পুলিশ তা অস্বীকার করছে। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ মঙ্গলবার রাতে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, গতকাল সোমবার সন্ধ্যায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের (ঢাকা মহানগর উত্তর) জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমানকে (মুসাব্বির) পুলিশ গ্রেপ্তার করেছে। সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও এখন পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।

রুহুল কবির রিজভী বলেন, ‘জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এই নেতাকে এভাবে আটক ও গুম করে রাখা নির্মম মনুষ্যত্বহীনতা এবং ভয়ানক অশুভ সংকেত। রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং ভয়াবহ আওয়ামী দুঃশাসন টিকিয়ে রাখতেই সরকারবিরোধী দল ও মতকে দমনে আরও হিংস্র রূপ ধারণ করেছে। এটি সবার কাছে দৃশ্যমান যে মুসাব্বিরকে তেজগাঁও থানা–পুলিশ গতকাল সন্ধ্যায় পুলিশ ভ্যানে করে তুলে নিয়ে যায়। মুসাব্বির পুলিশের কাছেই আছে।’ অবিলম্বে আজিজুরকে জনসমক্ষে হাজির করার দাবি জানান তিনি।

জানতে চাইলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান বলেন, এ বিষয়ে তাঁরা কিছু জানেন না।