ফখরুল বীর মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন: হানিফ

মাহবুব উল আলম হানিফ
ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানকে মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ বুধবার দুপুরে চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেছেন। নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সভায় বিশেষ অতিথি ছিলেন মহিউদ্দিন চৌধুরীর ছেলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। নগর আওয়ামী লীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

মির্জা ফখরুলকে উদ্দেশ করে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বেগম খালেদা জিয়া নাকি মুক্তিযোদ্ধা ছিলেন, আর তারেক রহমান নাকি শিশু মুক্তিযোদ্ধা। দলের মহাসচিবের এমন বক্তব্য হাস্যকর। ফখরুল বীর মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন।’
র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে হানিফ বলেন, ‘দেশে-বিদেশে চক্রান্ত হচ্ছে। র‌্যাব যদি মানবতাবিরোধী হয়, তাহলে বঙ্গবন্ধুর খুনিকে আশ্রয় দিয়ে কি মানবতাবিরোধী অপরাধ করেনি। র‌্যাবের সাবেক প্রধান ফজলুল বারী কীভাবে আমেরিকায় থাকেন, তাঁর আমলেও তো অনেক ক্রসফায়ার হয়েছে। নিজেদের দেশে একের পর এক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে আর তারা (যুক্তরাষ্ট্র) আমাদের বলছে মানবতাবিরোধী।’

হানিফ আরও বলেন, সব হচ্ছে চক্রান্ত। এসব চক্রান্তে র‌্যাবকে যখন মানবতাবিরোধী বলা হয়, তখন মির্জা ফখরুল খুশি। তিনি ক্ষমতার স্বপ্ন দেখছেন। একজন লন্ডনে বসে ক্ষমতার স্বপ্ন দেখছেন, অন্যজন প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে। এত সহজ নয়। আওয়ামী লীগ বড় সংগঠন। আওয়ামী লীগের নেতা-কর্মীরা সজাগ ও ঐক্যবদ্ধ আছেন। মহিউদ্দিন চৌধুরীর মতো প্রয়াত নেতাদের উত্তরসূরিরা জেগে আছেন। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আওয়ামী লীগের অগ্রযাত্রা অব্যাহত রাখবেন তাঁরা।

শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘বিএনপি-জামায়াত বিদেশে লবিস্ট নিয়োগ করে র‌্যাবের বিরুদ্ধে এমন অপবাদ দিচ্ছে। এ জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতিযোগিতা থাকবে কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে।’

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রামে আওয়ামী রাজনীতির অভিভাবক ও জনপ্রিয় সফল মেয়র বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি জাতির জনকের আদর্শ ধারণ করেছেন। চট্টগ্রামবাসীর হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন। তাঁর সঙ্গে এখানেই অন্যদের যোজন পার্থক্য। চট্টগ্রাম আওয়ামী লীগকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। চিন্তার পার্থক্য থাকতে পারে তবে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এগিয়ে আসবেন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে।

এর আগে সকালে চশমা হিলে মহিউদ্দিন চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।