বাম জোটের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা, লাঠিপেটা

নিত্যপণ্যের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে বাম জোটের নেতা–কর্মীরা বাণিজ্য মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে তাঁদের আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের লাঠিপেটায় কয়েকজন আহত হন। মঙ্গলবার, জিরো পয়েন্ট, ঢাকাছবি: সংগৃহীত

নিত্যপণ্যের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে বাম গণতান্ত্রিক জোটের নেতা–কর্মীদের। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে মিছিল নিয়ে বাম জোটের নেতা–কর্মীরা পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে যান। পথে জিরো পয়েন্টে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন জোটের নেতা–কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, জিরো পয়েন্টের সামনে পুলিশের দেওয়া ব্যারিকেড বাম জোটের নেতা–কর্মীরা অতিক্রম করতে চাইলে দুই পক্ষের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে পুলিশ জোটের নেতা–কর্মীদের ওপর চড়াও হয়। এ সময় কয়েকজন লাঠিপেটার শিকার হন। পরে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। কয়েক মিনিটের মধ্যেই এই ঘটনা ঘটে।

সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাশ প্রথম অলোকে বলেন, পুলিশ বিনা উসকানিতে জোটের নেতাকর্মীদের লাঠিপেটা করেছে। এতে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেনসহ কয়েকজন নেতা–কর্মী আহত হয়েছেন।

নিয়মতান্ত্রিক আন্দোলনে পুলিশের এমন আচরণের নিন্দা জানিয়ে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, সরকার ভিন্নমত সহ্য করতে পারছে না। মানুষের পক্ষে কথা বলতে গেলেও হামলার শিকার হতে হচ্ছে।

এর আগে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কঠোর সমালোচনা করে বাম জোটের নেতারা বলেন, বাণিজ্যমন্ত্রী বলেছেন, ব্যবসায়ীরা কথা রাখেননি, অথচ ঈদের পর অফিস খোলার প্রথম দিন সরকার ব্যবসায়ীদের দেওয়া কথা রেখেছে। ভোজ্যতেলের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়েছে। তেল মজুত, ঠিকমতো সরবরাহ ও নির্ধারিত দামে বিক্রি করার জন্য যেখানে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা, সেখানে দাম বাড়িয়ে বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ী সিন্ডিকেটের স্বার্থ রক্ষা করছে।

নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে সমাবেশে বাম জোটের নেতারা
ছবি: সংগৃহীত

ঘোষণা দিয়েও টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম শুরু না করায় ক্ষোভ প্রকাশ করেন বাম জোটের নেতারা। একই সঙ্গে ফ্যামিলি কার্ডের সংখ্যা অন্তত তিন কোটি করা এবং টিসিবিতে পণ্যের সংখ্যা বাড়িয়ে তা ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছানোর দাবি জানান।

বাম জোটের সমন্বয়ক বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক আবদুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ।