বিএনপির প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

‘তারেকের নেতৃত্বে বিএনপি দাঁড়াতে পারছে না’ শিরোনামে গত বৃহস্পতিবার প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটির দাবি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যা প্রকাশিত হয়েছে, তা ভিত্তিহীন, অসত্য, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিএনপির কেন্দ্রীয় দপ্তরের চলতি দায়িত্বে থাকা দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহর সই করা এই প্রতিবাদপত্রে বলা হয়, তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বে বিএনপি এখন ঐক্যবদ্ধ ও শক্তিশালী।

প্রতিবাদে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘ফরমায়েশি রায়ে’ আটক করার পর দলের গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে সরকারের অব্যাহত চক্রান্তের পরও সফলভাবে নেতৃত্ব দিয়ে দলের ঐক্য ও সংহতি অটুট রেখেছেন। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নিয়মিত বৈঠকসহ সব পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা ও মতামত নিয়ে সব সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করছেন। এমনকি বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রয়েছে তাঁর। সর্বস্তরের নেতাদের মতামতের প্রতিফলন ঘটছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত ও কার্যক্রমে। তাঁর নেতৃত্বের গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা, মহানগরীর কমিটির নেতৃত্ব নির্বাচন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে করেন না। দলের গঠনতন্ত্র অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে জেলা, উপজেলাসহ সব ইউনিটের নেতৃত্ব নির্বাচন ও কমিটি গঠন করা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পছন্দমতো কমিটি গঠনের বিষয়টি একেবারেই অমূলক ও মনগড়া। দলে নবীন-প্রবীণ কোনো দ্বন্দ্ব নেই। তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বে সবার সম্মিলিত প্রচেষ্টায় বিএনপি ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলেছে।

প্রতিবাদপত্রে বিএনপি বলছে, আওয়ামী লীগের দুঃশাসনের মধ্যেও বিএনপির হাল ধরেছেন তারেক রহমান। কোনো অপপ্রচার চালিয়ে তাঁর নেতৃত্বকে কেউ চ্যালেঞ্জ কিংবা রাজনীতি থেকে ‘মাইনাস’ করতে পারবে না। এক-এগারোর অনৈতিক সরকার চেষ্টা করেও তা পারেনি।

বিএনপির দাবি, খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপিকে বিতর্কিত ও দুর্বল করতে ক্ষমতাসীনেরা পরিকল্পিত প্রচারণা চালাচ্ছে; যাতে নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ জনগণের মধ্যে বিভ্রান্তি ও নেতিবাচক ধারণা সৃষ্টি হয়। প্রথম আলোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপিকে নিয়ে কাল্পনিক ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ অনভিপ্রেত ও দুঃখজনক।

এ ছাড়া পৃথকভাবে প্রথম আলোর প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও মৎস্যজীবী দল। এই সংগঠনগুলোও প্রথম আলোর প্রতিবেদনকে ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও দুরভিসন্ধিমূলক বলে দাবি করেছে।

প্রতিবেদকের বক্তব্য

বিএনপির বিভিন্ন পর্যায়ের এবং গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কথা বলে দলটির সাংগঠনিক অবস্থা এবং এর নেতৃত্ব কোন জায়গায় আটকে আছে, সে বিষয়টি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। সাংগঠনিক বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু ঘটনাও উল্লেখ করা হয়েছে। পেশাদারত্বের সঙ্গে প্রতিবেদনের তথ্য-উপাত্ত উপস্থাপন এবং দলের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য যথাযথভাবে উপস্থাপন করা হয়েছে।