মুক্তিযুদ্ধে খালেদা জিয়ার ‘বীরত্ব’–এর বিবরণ দিলেন ফখরুল

আজ শুক্রবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা দাবি করে মুক্তিযুদ্ধের সূচনাপর্বে তাঁর এক ‘বীরত্ব’-এর কথা তুলে ধরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘যে নেত্রী (খালেদা জিয়া) একজন গৃহবধূ ছিলেন। প্রথম জিয়াউর রহমান সাহেবের বিদ্রোহের পর তাঁর স্ত্রী, তিনি সেদিন যখন সোয়াত জাহাজের দিকে এগোচ্ছিলেন, তখন পাকিস্তানি কমান্ডার আমাদের অষ্টম বেঙ্গল রেজিমেন্টের কমান্ডার সোহরাব হোসেনসহ সেনাবাহিনীর সৈনিকদের নিরস্ত্র করার চেষ্টা করছিল। সেই সময় খালেদা জিয়া প্রথম বলেছিলেন, “তোমরা অস্ত্র সমর্পণ করবে না, যতক্ষণ পর্যন্ত না জিয়াউর রহমান ফিরে আসেন।” এ-ই দিয়ে তাঁর শুরু।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমি সব সময় বলার চেষ্টা করেছি যে দেশে প্রথম নারী মুক্তিযোদ্ধা কেউ যদি থাকেন, তিনি হচ্ছেন দেশনেত্রী খালেদা জিয়া। তাঁকে আজ মিথ্যা মামলায় বন্দী করে রাখা হয়েছে। ৪০ বছর ধরে যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেন, তাঁকে এই সরকার আটক করে রেখেছে।’

কিছুদিন ধরে বিভিন্ন সভা-সমাবেশে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ বলে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর কারণ ব্যাখ্যায় সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমাদের দলের নেতা তারেক রহমান সাহেবও ওই সময়ে (একাত্তরে) তাঁর ছোট ভাইসহ খালেদা জিয়ার সঙ্গে বন্দী ছিলেন। সুতরাং মুক্তিযুদ্ধের ওই ছোট মানুষটির অবদানও কারও অস্বীকার করার উপায় নেই। এই নেতাকে আজ দেশে ফিরতে দেওয়া হচ্ছে না।’

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, সরকার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধ নয়, এক ব্যক্তির জন্মশতবার্ষিকীকে প্রাধান্য দিয়েছে। তিনি বলেন, সরকার বিভিন্ন কর্মসূচিতে স্বাধীনতাযুদ্ধ, মুক্তিযুদ্ধকে সামনে নিয়ে এসেছে। কিন্তু মুক্তিযুদ্ধে যাঁরা সেদিন নেতৃত্ব দিয়েছিলেন, প্রবাসী সরকার, এম এ জি ওসমানীর নাম, সেক্টর কমান্ডারদের নাম কতবার উচ্চারণ করা হয়েছে? তাজউদ্দীন আহমদের নাম কতবার উচ্চারণ করা হয়েছে? স্বাধীনতাযুদ্ধ কোথায় গেল? এখানে তো শুধু একজন ব্যক্তির ব্যাপারটা এসে যাচ্ছে সামনে।

বিএনপির মহাসচিব বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে আমাদের লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা, সেটিই আজ সবচেয়ে বিপদের সম্মুখীন হয়েছে। দেশে গণতন্ত্র নেই, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সারা বিশ্বে আমরা চিহ্নিত হয়েছি মানবাধিকার লঙ্ঘনকারী একটি দেশ হিসেবে।’

সংবাদ সম্মেলনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘১৯৭১ সালের ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিকামী জনগণকে স্বাধীনতা ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানিয়ে ছিলেন। এই কালুরঘাট বেতার কেন্দ্রকে আমরা মনে করি মুক্তিযুদ্ধের সূচনালগ্নের একটি কেন্দ্র, ঐতিহাসিক একটি ঘটনা। এই ঐতিহাসিক স্থানে আমরা ২৭ মার্চ শ্রদ্ধা নিবেদন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি।’

খন্দকার মোশাররফ হোসেন জানান, ওই দিন বেলা দুটায় বিএনপির মহাসচিবসহ দলের স্থায়ী কমিটি সদস্যরাসহ কেন্দ্রীয় কমিটির নেতারা কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা জানাবেন। আগামীকাল ২৬ মার্চ ঢাকাসহ সারা দেশে স্বাধীনতা শোভাযাত্রা বের করবে বিএনপি। এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ও শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন দলের নেতা-কর্মীরা।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা লক্ষ করেছি, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বর্তমান সরকার তাদের সুবিধামতো করে প্রচার করছে এবং বিকৃত ও মিথ্যা প্রচার দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সে জন্য আমরা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও বিষয়ভিত্তিক ঘটনাগুলো তুলে ধরছি জনগণের সামনে। আমরা বিশ্বাস করি, যে জাতি তার সঠিক ইতিহাস জানে না, সেই জাতি টেকসইভাবে উন্নতি করতে পারে না।’

সংবাদ সম্মেলনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন জাতীয় কমিটির সদস্যসচিব আবদুস সালামও বক্তব্য দেন।