মুক্তিযুদ্ধ বিরোধীরা বাংলাদেশের অগ্রগতিতে বাঁধা দিচ্ছে : ইনু

আলোচনা সভায় বক্তব্য দেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু
ছবি: সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, মুক্তিযুদ্ধের সময় যারা দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাঁরা আজও বাংলাদেশের এগিয়ে যাওয়া মেনে নিতে পারছে না। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা বাংলাদেশের অগ্রযাত্রার পথে বাঁধা তৈরি করে চলেছে, তাঁরা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে।

গতকাল মঙ্গলবার জাসদ আয়োজিত ১৯৭১ সালের ঐতিহাসিক ঘটনাবলীর স্মরণে ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষে এক আলোচনা সভায় হাসানুল হক ইনু এসব কথা বলেন। রাজধানীর কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুর ৬ দফা স্বাধীনতা আন্দোলনের গতিপথ সুনির্দিষ্ট করে দিয়েছিল। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ধৈর্য্য ধরে বিচক্ষণতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে আগানোর আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ১৯৭১ সালের ১ মার্চ ছাত্র-জনতা ‘স্বাধীন কর, স্বাধীন কর-বাংলাদেশ স্বাধীন কর’ শ্লোগান দিয়ে স্বাধীনতার সুনির্দিষ্ট পথ রচনা করে। পরে ৭ মার্চ ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের শাসন কর্তৃত্বভার গ্রহণ করেন।

হাসানুল হক ইনু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাসদের স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন, জাসদের সহসভাপতি নুরুল আকতার প্রমুখ।