default-image

হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাঁকে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

পরিবার জানায়, তিনি রোজা রাখছিলেন। প্রচণ্ড গরমে গতকাল বৃহস্পতিবার রওশন এরশাদের শরীরে পানিশূন্যতা দেখা দেয় ও পেটে গ্যাস হয়।

এ অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর করোনাভাইরাস পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে।

বিজ্ঞাপন

রওশন এরশাদের ছেলে ও রংপুর-৩ আসনের সাংসদ রাহগির আল মাহি (সাদ এরশাদ) প্রথম আলোকে বলেন, ‘আম্মা এখন ভালো আছেন।’

রাজনীতি থেকে আরও পড়ুন
মন্তব্য করুন