শান্ত হও, ক্লাসে ফিরে যাও

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিমানবন্দর সড়কে বাসের চাপায় গত রোববার দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে দুই দিন ধরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনরত এই শিক্ষার্থীদের শান্ত হতে বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তিন সিটির নির্বাচন নিয়ে এক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন।

শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে সেতুমন্ত্রী আন্দোলনরত শিক্ষার্থীদের অনুরোধ জানিয়ে বলেন, ‘প্লিজ, তোমরা শান্ত হও। ক্লাসে ফিরে যাও।’

গতকাল সোমবার ও আজ মঙ্গলবার দিনভর সায়েন্স ল্যাবরেটরি মোড়, ফার্মগেট, উত্তরা, মতিঝিল, মিরপুর, আগারগাঁওসহ কয়েকটি স্থানে স্কুল-কলেজের শিক্ষার্থীরা দোষী ব্যক্তিদের ফাঁসি, নিরাপদ সড়কসহ নয়টি দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। এতে যান চলাচল বন্ধ হয়ে পুরো ঢাকা প্রায় স্থবির হয়ে যায়। সড়কে বাসও কম চলতে দেখা যায়। 

শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ওবায়দুল কাদের নিজেও মর্মাহত জানিয়ে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। বিচারের আওতায় আনা হয়েছে। সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে আছে বলে জানান তিনি।