শ্রমিকদের বিষয়ে আমরা বিশেষজ্ঞ, সরকারের উচিত আমাদের পরামর্শ নেওয়া: শাজাহান খান

শাজাহান খান
সংগৃহীত

স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে দূরপাল্লার সব গণপরিবহন চালুর করার দাবি জানিয়েছে পরিবহন মালিক শ্রমিক সমিতি।


অন্যথায় ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ শেষে সারা দেশের মালিক–শ্রমিকেরা নিজ নিজ এলাকায় বাস ও ট্রাক টার্মিনালে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন। এরপর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।


আজ এক সংবাদ সম্মেলনে সব ধরনের গণপরিবহন চালু করে ৫ দফা দাবি পেশ করে মালিক শ্রমিক সংগঠনগুলো।

সম্মেলনে মূল লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান ওরফে রাঙা, মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওসমান আলী, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ (শ্যামলী পরিবহনের মালিক) ও সাধারণ সম্পাদক আবু রাহয়হান।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, ‘লকডাউন–সম্পর্কিত বিশেষজ্ঞরা মাঠের সেন্টিমেন্ট বোঝেন না। শ্রমিকের সেন্টিমেন্ট বোঝেন না। এ জন্যই ফেরিতে মানুষ গাদাগাদি করে যাচ্ছে। শ্রমিকেরা না খেয়ে থাকছে।’
শাজাহান খান বলেন, ‘আমরা এ বিষয়ে বিশেষজ্ঞ। সরকার যেসব বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছে, তাঁদের নয় বরং আমাদের পরামর্শ নেওয়া উচিত।’

দূরপাল্লার বাস চালুর বিষয়ে সরকার কোনো আশ্বাস দিচ্ছে কি না—এ প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, ‘সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছিলাম। কিন্তু তিনি দেননি। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে বলেছেন। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি, কিন্তু এখনো কোনো ফলাফল পাইনি।’

কয়েক দিন ধরে ফেরি ও দূরপাল্লার কিছু বাস কীভাবে চলছে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা প্রশাসনের দায়িত্ব। আমরা কী করব।’

পাঁচ দফা দাবি:


১. স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার গণপরিবহন ও পণ্য পরিবহনের সুযোগ


২. (ক) লকডাউনের কারণে কর্মহীন পরিবহনশ্রমিকদের ঈদের আগে আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান

(খ) যানবাহন মেরামত, পরিবহনশ্রমিকদের বেতন, ভাতা ও ঈদ বোনাস দেওয়ার জন্য পরিবহনমালিকদের নামমাত্র সুদে ও সহজ শর্তে পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনা দেওয়া


৩. সারা দেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোয় পরিবহনশ্রমিকদের জন্য ঈদের আগে ও পরে ১০ টাকায় খোলাবাজারে চাল বিক্রির ব্যবস্থা

৪. ঋণ করে পরিবহন খাতে বিনিয়োগকারীদের সুদ মওকুফসহ কিস্তি ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত স্থগিত এবং শতকরা ২ ভাগ ডাউন পেমেন্ট নিয়ে ‘ক্ল্যাসিফায়েড’ ঋণ ‘আনক্ল্যাসিফায়েড’ করা


৫. লকডাউনে কারণে গাড়ির ট্যাক্স-টোকেন, রুট পারমিট ফি, আয়কর, ড্রাইভিং লাইসেন্স ফিসহ সব ধরনের ফি, কর ও জরিমানা মওকুফ করে কাগজপত্র হালনাগাদ করার সুযোগ ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত রাখা