সার্চ কমিটির সবাই ‘ভালো লোক’: জি এম কাদের

জি এম কাদের
ফাইল ছবি

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটির সবাই ‘ভালো লোক’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তবে তিনি বলেন, এখন অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশন গঠনে কাদের নাম প্রস্তাব করবে, সেটি দেখার অপেক্ষায় রয়েছে দেশবাসী।

আজ শনিবার দুপুরে মন্ত্রিপরিষদ অনুসন্ধান কমিটির নাম ঘোষণার পর জি এম কাদের প্রথম আলোকে এ প্রতিক্রিয়া জানান। পরে এ বিষয়ে তিনি গণমাধ্যমে পৃথক বিবৃতিও দেন।

জি এম কাদের প্রথম আলোকে বলেন, ‘সার্চ কমিটির সদস্যদের ব্যাপারে আমাদের আপত্তি নেই। সবাই ভালো লোক। এখন নির্বাচন কমিশন গঠনে তাঁরা কাদের নাম প্রস্তাব করেন, সেটিই দেখার বিষয়।’

পরে বিবৃতিতে জি এম কাদের বলেন, ‘বর্তমান আইন অনুযায়ী সার্চ কমিটি গঠিত হয়েছে। রাষ্ট্রপতি যে দুজন সদস্যের নাম (সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক) প্রস্তাব করেছেন, তাঁদের বিষয়ে আমাদের আপত্তি নেই। তবে বর্তমান অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশন গঠনে কাদের নাম প্রস্তাব করবে, তা দেখার অপেক্ষায় সমগ্র জাতি। আমরা চাই, গঠিত অনুসন্ধান কমিটি নিরপেক্ষ ও সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব করবেন—যাঁরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবেন।’

বিরোধীদলীয় উপনেতা আরও বলেন, ‘নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে আইন তৈরির প্রস্তাব করেছিলাম। কিন্তু আমরা যেমন আইন চেয়েছিলাম, পাস হওয়া আইনটি তেমন হয়নি। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইনটি নতুন মোড়কে পুরোনো জিনিস।’

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে যোগ্য ব্যক্তি বাছাইয়ে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে (সভাপতি) অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অনুমোদনের পর আজ শনিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। অনুসন্ধান কমিটির অপর পাঁচ সদস্য হলেন প্রধান বিচারপতির মনোনীত হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী (পদাধিকারবলে), সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন (পদাধিকারবলে) এবং রাষ্ট্রপতির মনোনীত দুজন বিশিষ্ট নাগরিক সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।