ছাত্র ইউনিয়নের নেতাদের ওপর হামলার বিচার চান ২১৬ সাবেক ছাত্রনেতা

ছাত্রলীগের হামলায় আহত ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসুফাইল ছবি: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষাঙ্গনে ছাত্রলীগের ‘অব্যাহত সন্ত্রাস, ছাত্র ইউনিয়নের নেতাদের ওপর হামলা এবং কালো কাপড়ে রাজু ভাস্কর্য আবৃত করে রাখার প্রতিবাদ জানিয়েছেন ২১৬ জন সাবেক ছাত্রনেতা। তাঁরা অবিলম্বে ছাত্র ইউনিয়ন ও গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে এ দাবি জানান সাবেক ছাত্রনেতারা। বিবৃতিতে অভিযোগ করে বলা হয়, খাগড়াছড়িতে চারজন রাজনৈতিক আন্দোলনের কর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে টিএসসিতে সমাবেশ শুরু হলে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা-কর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ।

ওই ঘটনায় ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসুসহ বেশ কয়েকজন আহত হন। এরপর রাজু ভাস্কর্য কালো কাপড় দিয়ে ঢেকে দেয় ছাত্রলীগ। গত বৃহস্পতিবার ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর আবারও হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে কয়েকজন গুরুতর আহত হন।

বিবৃতিতে সাবেক ছাত্রনেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস ও দখলদারি অবসানের দাবি জানান।

বিবৃতিদাতা সাবেক ছাত্রনেতাদের মধ্যে রয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম, রাগিব আহসান, তানজিম উদ্দিন খান, ইমতিয়াজ মাহমুদ, কামরুল আহসান খান, সাজ্জাদ জহির, আবদুল্লাহ ক্বাফী, বাকি বিল্লাহ, খান আসাদুজ্জামান, ফেরদৌস আহমেদ, এস এম শুভ, মো. আলমগীর হোসেন, নীলুফার জাহান, মনিরা বেগম, মাহবুব আরা বেগম, সুতপা বেদজ্ঞ, অভিনু কিবরিয়া ইসলাম, জামশেদ আনোয়ার, জলি তালুকদার, লিটন নন্দী প্রমুখ।