ইসিতে আপিল শুনানি চলছে, ২৬টি বৈধ, ৬টি বাতিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি চলছে।
এতে অংশ নিয়েছেন স্থানীয় পর্যায়ে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা। আজ শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ শুনানি বিকেল ৫টা পর্যন্ত চলবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ শুনানি হচ্ছে।
সকাল ১০টা থেকে শুরু হওয়া শুনানিতে মধ্যাহ্নভোজের বিরতি (বেলা ১টা) পর্যন্ত ৩৬টি আপিল শুনানি হয়। এর মধ্যে ২৬টি বৈধ, ৬টি বাতিল এবং ৪টি অপেক্ষমান রাখা হয়েছে। এরপর বেলা ২টা থেকে আবার শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। নির্বাচন কমিশনে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি (শুক্রবার) শেষ হয়। আপিল গ্রহণের শেষ দিনে (শুক্রবার) ১৭৬টি আপিল জমা হয়।
আজ শনিবার সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হবে, যা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। আজ ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আগামীকাল রোববার ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার ১৪১ থেকে ২১০ নম্বর আপিল এবং মঙ্গলবার ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে। পরবর্তী আপিল শুনানির তারিখ দ্রুত জানিয়ে দেওয়া হবে।
পোস্টাল ব্যালটের ভোট গণনা
এ ছাড়া আজ সকাল থেকে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে পোস্টাল ব্যালট গণনা–সংক্রান্ত একটি ‘মক ট্রায়াল’ অনুষ্ঠিত হচ্ছে। সেখানে পোস্টাল ব্যালটে হওয়া ভোট গণনার পদ্ধতি দেখানো হচ্ছে।