শ্যামলী থেকে বিএনপির কালো পতাকা মিছিল যাচ্ছে বছিলায়

বিএনপির কালো পতাকা মিছিল শ্যামলী ক্লাব মাঠের সামনে থেকে শুরু হয়েছে, যাবে বছিলায়। ঢাকা, ২৫ আগস্ট
ছবি: জাহিদুল করিম

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির কালো পতাকা মিছিল রাজধানীর শ্যামলীর রিং রোডের শ্যামলী ক্লাব মাঠের সামনে থেকে শুরু হয়েছে।

আজ শুক্রবার বিকেল চারটায় এই মিছিল শুরু হয়। মিছিলে দলটির বিপুলসংখ্যক নেতা–কর্মী অংশ নিয়েছেন।

মিছিল শুরুর আগে শ্যামলীতে বেলা সাড়ে তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত সমাবেশ করে বিএনপি।

সমাবেশ থেকে জানানো হয়, শ্যামলী ক্লাব মাঠের সামনে থেকে শুরু হওয়া এই মিছিল শিয়া মসজিদের সামনে দিয়ে তাজমহল রোড হয়ে নূরজাহান রোড দিয়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড যাবে। সেখান থেকে মিছিলটি বছিলা চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। আমানউল্লাহ আমান, সেলিমা রহমানসহ দলটির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা মিছিলে অংশ নেন।